চিতলমারী প্রতিনিধি।। বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে কলেজ পরিচালনা পরিষদের সদস্য ও যশোর সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৭ মার্চ দুপুর ১ টায় শেরে বাংলা কলেজ শিক্ষক মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস জয়। এ সময় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মঈনুদ্দিন শেখ, চন্দ্র শেখর মিস্ত্রী, আককাজ আলী, শ্রীনিবাস মন্ডল খায়রুল ইসলাম প্রমুখ। সভায় কলেজের সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে খুলনা বিভাগের শেষ্ঠ সি়ভিল সার্জন নির্বাচিত হওয়ায় চিতলমারীর কৃতি সন্তান ও কলেজ পরিচালনা পরিষদের সদস্য ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাসকে কলেজ পরিবারের পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে ২০২৩ সালের এইচ এস সি পরীক্ষায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ জিপিএ ৫ সহ শতকরা হারে সর্বাধিক ভাল ফলাফলের কৃতিত্ব অর্জন করায় সিভিল সার্জনের পক্ষ থেকে কলেজের শিক্ষক-কর্মচারীদের মিষ্টিমুখ করানো হয়।