বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেএমপি কমিশনারের পুষ্পস্তবক অর্পণ

.jpg
দেশের তথ্য ডেস্ক।। ০৭ মার্চ বাঙালির জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর বর্জ্রকণ্ঠে উচ্চারিত হয়েছিল বাঙালি জাতির মুক্তির কালজয়ী সেই অমীয় বাণী-“এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম সংগ্রাম”। বাঙালি জাতিকে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনতে নিউক্লিয়াস হিসেবে কাজ করেছিল বঙ্গবন্ধুর সেই ভাষণ।
দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণে জন্য আজ সকাল থেকে নানা কর্মসূচি পালিত হয়। সকাল ৮.০১ ঘটিকায় খুলনা মহানগরী প্রাণকেন্দ্র শহীদ হাদিস পার্ক হতে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে সকাল ০৮:১৫ ঘটিকায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ” দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম সেবা মহোদয়।May be an image of 13 people and text
এ-সময় উপস্থিত উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম; এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) জনাব মোছাঃ তাসলিমা খাতুন-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

Share this post

PinIt
scroll to top