রায়পুরায় হিন্দু মিলন মন্দিরের ভবন উদ্বোধন

-মিলন.jpg

সাদ্দাম উদ্দীন রাজ নরসিংদী।। নরসিংদীর রায়পুরায় ঐতিহ্যেবাহী রায়পুরা থানা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে রায়পুরা পৌর এলাকায় মিলন মন্দির প্রাঙ্গণে এ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পূজা উৎযাপন পরিষদ ও মিলন মন্দিরের সভাপতি এ্যাড,চন্দন কান্তি শাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ার বাবু মানিক কে ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন রায়পুরা পৌর মেয়র মো জামাল মোল্লা, আসন্ন রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান (রুবেল), শ্রী জীতেন্দ্র লাল ভৌমিক, তাপশ পাল, সংকর দত্ত প্রমূখ। জানা যায়, ঐতিহ্যেবাহী রায়পুরা থানা কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরটি রায় বংশীয় আমল থেকে দীর্ঘদিন যাবত ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করে আসছে। সম্প্রতি ইন্জিনিয়ার বাবু মানিক কে ভট্টাচার্যের স্বর্গীয় পিতৃদেব বীর মুক্তিযোদ্ধা রাখাল ভট্টাচার্য স্বৃতী চারনের লক্ষ্যে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেন। ভবন নির্মাণ শেষে উদ্বোধন করা হয়।

Share this post

PinIt
scroll to top