দেশের তথ্য ডেস্ক।। ০৫ মার্চ দুপুর ০১:০৫ এ খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরস্থ সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন’কে ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম-সেবা ও খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন খাঁন পিপিএম-সেবা পদকে ভূষিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ পুলিশে কৃতিত্বপূর্ণ, বীরত্বপূর্ণ কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকা পালনসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারপূর্বক শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অবৈধ মাদকদ্রব্যের বড় চালান উদ্ধার, খুন, ডাকাতি, ধর্ষণ ও চাঞ্চল্যকর মামলাসমূহের রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার সরকারি দায়িত্বে কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন এবং কমিউনিটি ও বিট পুলিশিং কর্মকান্ডের মাধ্যমে সামাজিক সচেতনতামূলক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণের মাধ্যমে অপরাধ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার স্বীকৃতি স্বরূপ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম “বিপিএম-সেবা” পদকে, খুলনা থানার অফিসার ইনচার্জ জনাব কামাল হোসেন খাঁন “পিপিএম-সেবা” পদকে ও হরিণটানা থানার এসআই (নিঃ) অনুপ কুমার ঘোষ পিপিএম-সাহসিকতা” পদকে ভূষিত করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ০৩ জন পুলিশ কর্মকর্তার বিপিএম-সেবা, পিপিএম ও পিপিএম-সেবা এবং ০১ জন পুলিশ সদস্যের আইজি’জ ব্যাজ পদকে ভূষিত হওয়ায় খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
এ সময় ফুলেল শুভেচ্ছা প্রদানকালে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মনিরা সুলতানা উপস্থিত ছিলেন।