পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

.jpg

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবস দুটির তাৎপর্য তুলে ধরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি ছিলেন, অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু।

এসময়ে বীরমুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. পপি রাণী রায়, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলদা খাতুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ,জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিয়ার রহমান, প্রভাষক মো. মোমিন উদ্দিন, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও নারায়ণ চন্দ্র শিকারী, সহকারী প্রধান শিক্ষক আ. ওহাব, সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকার ও শিবপদ সরকার, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আ. আজিজ, সেক্রেটারি মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও পূর্ণ চন্দ্র মন্ডল সহ বিভিন্ন দপ্তর, শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top