কেএমপি’র পুলিশ লাইনস এ অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক প্রশিক্ষণের অনুষ্ঠিত

FB_IMG_1709547717432-1.jpg

দেশের তথ্য ডেস্ক।। ৪ঠা মার্চ সকাল ১১:০৫ এ কেএমপি’র বয়রাস্থ পুলিশ লাইনস এ খুলনা মেট্রোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার যৌথ উদ্যোগে জরুরী মূহুর্তে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার পক্ষ থেকে সকলকে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়েছে।

উক্ত অগ্নি নির্বাপন প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক মহড়ায় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) জনাব মোঃ মারুফাত হুসাইন; সহকারী পুলিশ কমিশনার (আরও) জনাব মোঃ আজম খান; ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সহকারী পরিচালক (পিএফএম) জনাব মোঃ ফারুক হোসেন সিকদার; উপ-সহকারী পরিচালক ও ট্রেনিং এ্যাডজুটেন্ট জনাব মোঃ সাইফুজ্জামান বিএফএম; উপ-সহকারী পরিচালক (স্টাফ অফিসার) জনাব মোহাম্মদ অয়ালিফ হোসেন; ওয়্যার হাউজ ইন্সপেক্টর, ঢাকা জনাব মোঃআজিজুর রহমান এবং আরআই জনাব মোঃ ওলিয়ার রহমান-সহ কেএমপি’র বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top