নিজস্ব প্রতিবেদক ।। জনস্বার্থে মানসম্মত পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে এবং ওজন ও পরিমাপে কারচুপি রোধে বিএসটিআই খুলনার উদ্যোগে গত মাসে মহানগরীসহ খুলনা বিভাগের জেলা/উপজেলাসমূহের হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠানসমূহে ২৩টি ভাম্যমান আদালত পরিচালিত হয়। মোবাইল কোর্টে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ এবং ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ লঙ্ঘণের দায়ে মোট ২৭টি মামলা দায়ের করা হলে সংশি¬ষ্ট বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এক লাখ ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়ের মাধ্যমে মামলাসমূহ নিষ্পত্তি করেন। এ সময়ে ২৮টি সার্ভিল্যান্স পরিচালনাকালে খোলা বাজার ও কারখানা হতে ৩৬টি নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া বাজারে বিক্রিত আপেল, আঙুর, বেদানা, মাল্টা, কমলা ইত্যাদিসহ মৌসুমি ফলমুলের নমুনা পরীক্ষা করে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।