চিহ্নীত ব্যক্তিগুলোকে ধরিয়ে দিতে পারলে নগদ টাকা পুরস্কারের ঘোষণা কেএমপির

.jpg

দেশের তথ্য ডেস্ক।। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক বিশেষ ঘোষণায় জনসাধারণের উদ্দেশ্যে বলা হয়, ছবির ব্যক্তিগুলো একটি প্রতারক চক্র। তারা খুলনা শহরের বিভিন্ন স্থানে স্কোপোলামিন ড্রাগ (শয়তানের নিশ্বাস) ব্যবহার করে মানুষকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণলংকারসহ দামী মালামাল হাতিয়ে নিচ্ছে।

উপরোক্ত ছবির প্রতারকদের কাউকে চিনতে পারলে অথবা তাদের কোন সন্ধান পাওয়া গেলে নিকটস্থ থানা/জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল করে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

প্রতারকদের তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তাদেরকে ধরিয়ে দিতে পারলে কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ কর্তৃক নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা প্রদান করে পুরস্কৃত করা হবে। যোগাযোগ-০১৩২০০৫৮৫৩৯।

কেএমপি’র মিডিয়া সেল কর্তৃক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

Share this post

PinIt
scroll to top