খুলনায় কেকেসিপি প্রকল্পের সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

-কিশোরী-ক্লাব.jpg

জহিরুল ইসলাম রাতুল।। শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে খুলনার দিঘলিয়া কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অফিস দিঘলিয়া খুলনার যৌথ উদ্যোগে ২৭ ফেব্রুয়ারি সকালে উক্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয় দিঘলিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে। উক্ত অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহর  সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান মারুফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন চৌধুরী ময়না। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন স্মার্ট বাংলাদেশ ঘুরতে বর্তমান কিশোর কিশোরীরায় আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে কাজ করবে তাদেরকে দক্ষ ও উন্নত মন মানসিকতার তৈরি করতে কিশোর কিশোরী ক্লাব সব সময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে যে কোন ধরনের সহায়তায় তারা কিশোর কিশোরী ক্লাবের পাশে থাকবেন বলেও আশা ব্যক্ত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা মহিলা ষিয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু সহ কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেলা ফিল্ড সুপারভাইজার রাফিয়া বাশার এবং আলমগীর হোসেন এবং কিশোর কিশোরী ক্লাব দিঘলিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের সংগীত ও আবৃত্তি শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

Share this post

PinIt
scroll to top