আন্তর্জাতিক গেমসে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন কুয়েটের হেলাল ফকির

received_887493946450984.jpeg

শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র ছাত্র কল্যাণ দপ্তরের উপ-পরিচালক মোঃ হেলাল ফকিরসহ ঢাকা মাস্টার্স অ্যাথলেটিক দল চতুর্থ আন্তর্জাতিক থাইল্যান্ড ওপেন মাস্টার গেমসে অংশ নিতে আগামী ২৬ ফেব্রুয়ারি থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। থাই মাস্টার্স এসোসিয়েশনের সহযোগিতায় থাইল্যান্ডের চ্যাংমাই প্রদেশের চ্যাংমাই স্টেডিয়ামে ২৬ ফেব্রুয়ারি থেকে এ গেমস শুরু হবে যা চলবে ১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।

বিশ্বের বিভিন্ন দেশের ৩৫ থেকে ৯০ বছর বয়সী অ্যাথলেটদের নিয়ে চতুর্থ আন্তর্জাতিক থাইল্যান্ড ওপেন মাস্টার গেমস অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে এ গেমসে অংশ নেওয়া ঢাকা মাস্টার্স অ্যাথলেটিক দলের প্রতিনিধিত্ব করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)’র পরিচালক (ছাত্র কল্যাণ) দপ্তরের উপ-পরিচালক মোঃ হেলাল ফকির।

Share this post

PinIt
scroll to top