ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালিত হলো

ExqtyHdWUAA4lES_1647517335380_1647517360790.jpg

দেশের তথ্য ডেস্ক।। পরম করুণাময় মহান আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র শবে বরাত। সারা রাত ইবাদতের পর ফজরের আগে অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ধর্মপ্রাণ মুসলমানরা মোনাজাত করছেন।

ধর্মপ্রাণ মুসলমানদের কেউ মসজিদে কেউ বাড়িতে থেকে নফল নামাজ আদায়ের পাশাপাশি কোরআন তিলাওয়াত করছেন। অনেকে কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করছেন।

পবিত্র শবে বরাতে গতকাল রাতে খুলনা নগরীর পাড়া-মহল্লার মসজিদগুলোতে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হয়েছেন। সারা দেশেই মসজিদগুলোতে ইবাদতের পাশাপাশি এ রাতের ফজিলত ও বিশেষত্ব নিয়ে আলোচনা করছেন আলেমরা।

ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। হাদিসে এই রাতকে ক্ষমার রজনী হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।

Share this post

PinIt
scroll to top