দেশের তথ্য ডেস্ক।। কেএমপির হরিণটানা থানার এসআই(নিঃ) মোঃ ফরহাদ হোসাইন সঙ্গীয় ফোর্স সহ গত ২২/০২/২০২৪ খ্রিঃ যশোর জেলার অভয়নগর থানাধীন সিদ্ধিপাশা এলাকায় অভিযান পরিচালনা করে হরিণটানা থানার মামলা নং-০২, তারিখ-০২/০৯/২০২৩ খ্রিঃ, ধারা-৪০৮/৩৪ পেনাল কোড এর তদন্তে প্রাপ্ত আসামী মোঃ সেলিম গাজী (৪২), পিতা-মৃত আলম গাজী, মাতা-নূরিয়া বেগম, সাং-সিদ্ধিপাশা, থানা-অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতার করিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী অত্র মামলার চোরাই ইজিবাইক সংক্রান্তে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন। ধৃত আসামী দেওয়া তথ্য মোতাবেক এসআই(নিঃ) মোঃ ফরহাদ হোসাইন খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সুবাহাননগর গ্রামে বটিয়াঘাটা থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া সুবাহাননগর গ্রামে পলাতক রাজু (৩২), পিতা-সেকেন্দার শিকদার, সাং-সুবাহানবাগ, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা এর বসত বাড়ির ভিতরে হইতে ০৪ টি চোরাই ইজিবাইক(বিভিন্ন অংশবিশেষ সহ), যথাক্রমে মূল্য অনুমান ৪,০০,০০০/-টাকা উদ্ধার পূর্বক ২৩/০২/২০২৪ খ্রিঃ ০৭.৩০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামী ইজিবাইক চোর চক্রের একজন সক্রিয় সদস্য। সে সহ তার চক্রের অন্যান্য সদস্যরা খুলনা বিভাগের বিভিন্ন জেলার ইজিবাইক চুরি করিয়া বেড়ায়।