চিতলমারী প্রতিনিধি।। বাগেরহাটের চিতলমারীতে তরুণ প্রজন্মের কথা সাহিত্যিক অসীম বিশ্বাস মিলনের লেখা ‘ মিলনের ছোট গল্প’ দ্বিতীয় খণ্ড বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে লেখক, কবি-সাহিত্যিকদের মিলনমেলা, সাহিত্য আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের উদ্যোগে আজ বিকাল ৫ টায় ঐতিহ্যবাহী শেরে বাংলা ডিগ্রি কলেজের বঙ্গবন্ধু কর্ণারে এ মিলন মেলা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী তালা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর মনিমোহন মণ্ডল, শেরে বাংলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাসীন রেজা, কালিদাস বড়াল ডিগ্রি কলেজ অধ্যক্ষ স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, উপজেলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক পংকজ মণ্ডল।
এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক সুরঞ্জন দেবনাথ, চন্দ্র শেখর মিস্ত্রি, মোর্শেদুল ইসলাম রাজিব, তাপস বিশ্বাস, সাহিত্যিক দেবকী মল্লিক, সাংবাদিক কপিল ঘোষ, কবি শিউলি মজুমদার, ব্যাংকার মাধব ব্রহ্ম প্রমুখ। সাহিত্য আড্ডা ও মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে অমর একুশে বই মেলায় প্রকাশিত কথা সাহিত্যিক অসীম বিশ্বাস মিলনের লেখা ‘ মিলনের ছোট গল্প’ দ্বিতীয় খন্ড বইয়ের মোড়ক উন্মোচন করেণ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজের বাংলা প্রভাষক মনিমোহন বিশ্বাস।