খুলনায় ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ শিবির উদ্বোধন

-1-scaled.jpg

দেশের তথ্য ডেস্ক।। ২২ ফেব্রুয়ারি  খুলনা জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে সকাল ১১ টায় ৩০ জন ভিডিপি সদস্যদের বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ধসঢ়; আহমদ ফজলে রাব্বী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট খুলনা মোঃ সাইফুদ্দিন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কম্পিউটার ব্যবহারে পারদর্শী ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করাই এ প্রশিক্ষণের লক্ষ্য। প্রশিক্ষণলব্দ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। কম্পিউটারের মাধ্যমে ইন্টারনেট দিয়ে সমগ্র বিশ্বে আমরা যোগাযোগ স্থাপন করে থাকি। এছাড়া বৈজ্ঞানিক গবেষনা, চিকিৎসা, ব্যবসা—বাণিজ্য, অফিস—আদালত, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। কম্পিউটারের ব্যাপক ব্যবহারের মাধ্যমে আমরা উন্নয়নের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারি।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট খুলনা আব্দল্লাহ আল মামুন, সহকারী জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) খুলনা মোঃ মিরাজুল ইসলাম খান ও সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আজিজুল ইসলাম এবং কম্পিউটার প্রশিক্ষক মোঃ আমিনুল ইসলাম।

Share this post

PinIt
scroll to top