কেএমপি’র কমিশনার কর্তৃক পুলিশ লাইন্স পরিদর্শন

FB_IMG_1708433105725.jpg

দেশের তথ্য ডেস্ক।। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ০৯:১০ ঘটিকায় কেএমপি’র পুলিশ কমিশনার পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় বয়রাস্থ পুলিশ লাইন্স পরিদর্শন পূর্বক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সার্বিক ব্যবস্থা সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন।

আজ ৭ই ফাল্গুন বসন্তের নব পল্লবে ছেয়ে গেছে দিক-দিগন্ত, চারিপাশ আম্র মুকুল ও পুষ্পে-পুষ্পে মোহিত হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের এমনই সৌন্দর্যমন্ডিত, মনোমুগ্ধকর ও নৈসর্গিক দৃশ্য সবার নজর কাড়বে। কাজেই প্রত্যেক জীবের প্রতি দয়া পদর্শন করা আমাদের প্রত্যেকেরই পরম কর্তব্য। কেননা জীবসেবা করলেই প্রকারান্তরে স্রষ্টার সেবা করা হয়। প্রত্যেক জীবের প্রতি যত্নবান হলে এবং তাদের ভালোবাসলে, তবেই সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা প্রদর্শন করা হয়। এ জন্যেই স্বমী বিবেকানন্দ বলেছেন- “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।”

 

খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের ডেইরি ফার্মে ০৬ টি গাভি রয়েছে। তাদের মধ্যে একটি গাভী সদ্য বাচ্চা প্রসব করেছে। আজ সকালে পুলিশ কমিশনার মহোদয় সদ্য প্রসুত গাভী বাচ্চাটি এবং বয়রাস্থ পুলিশ লাইন্সের আমের মুকুলের পরিচর্যা, পুকুর পরিষ্কার-পরিছন্ন, ফল-ফুল গাছে নিয়মিত পানি সেচ দেওয়া সহ সার্বিক বিষয়ে যত্নবান হওয়ার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও পুলিশ কমিশনার মহোদয় পুলিশ লাইন্স মেসের খাবার মানসম্মত রাখা, মসজিদ সংস্কার কাজ এবং মেট্রো হাই স্কুল পরিদর্শন পূর্বক শিক্ষকমন্ডলীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পিসি) জনাব ইমদাদুল হক; সহকারী পুলিশ কমিশনার (আরও) জনাব মোঃ আজম খান; সহকারী পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই) জনাব সৌমেন্দ্র কুমার বাইন; পুলিশ পরিদর্শক সশস্ত্র জনাব (আরআই) মোঃ ওলিয়ার রহমান-সহ মেট্রোপলিটন পুলিশ লাইন্স হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top