খুলনায় সন্ধানী ক্লিনিকসহ তিনটি ডায়াগনস্টিককে জরিমানা

.jpg

নিজস্ব প্রতিবেদক।।  খুলনায় স্বাস্থ্যসম্মত পরিবেশ না থাকা ও নিবন্ধনপত্র দেখাতে না পারায় খুলনার সন্ধানী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকসহ তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানে যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও সিভিল সার্জনের কর্মকর্তারা।

অস্বাস্থ্যকর পরিবেশ ও অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় উপকরণ স্বল্পতায় সন্ধানী ক্লিনিককে ১ লাখ ৫০ হাজার টাকা, খুলনা থাইরয়েড এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে একই অভিযোগে ২০ হাজার ও অনুসন্ধান ডায়াগনস্টিক এন্ড থাইরয়েড সেন্টারটি লাইসেন্স প্রদর্শন করতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব আহমাদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাদিয়া মনোয়ারা ঊষা বলেন, সন্ধানী ক্লিনিকের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইনের আওতায় মামলা করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top