শম্পা দাস ও সমরেশ রায়।। ১৯শ ফেব্রুয়ারী সোমবার, পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের ,আলুয়াচক গ্রামে পানীয় জল সরবরাহ প্রকল্পে নিয়োগ নিয়ে বিক্ষোভ ও তালা, পাম অপারেটরের জন্য তিনজনকে নিয়োগ করা হয়, আর এই নিয়োগকে কেন্দ্র করে আজ সকালে বিক্ষোভ ও অফিসে তালা ঝোলান স্থানীয় বিজেপি নেতৃত্বরা। কেন্দ্রীয় সরকারের জনজীবন মিশন প্রকল্পে, বিজেপির নেতৃত্বাও অভিযোগ করেন, এই এলাকা পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সবই বিজেপির দখলে। আলুয়াচক গ্রামে এই জল প্রকল্পে অফিসে কর্মী নিয়োগের ক্ষেত্রে, খারুই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়শ্রী গুছাইতের পাঠানো নাম বাতিল করে স্থানীয় তৃণমূল কর্মীদের নিয়োগ দিয়েছে। জেলা পরিষদের সভাধিপতি এমনটাই অভিযোগ করেন ,আর এই কারণেই আলুয়াচক গ্রামে পিএইচ পি অফিসে তালা ঝুলালো পঞ্চায়েত প্রধান জয়শ্রী গুছাইত সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা বিজেপি দাবী এই গ্রামে তিনজনকে নিয়োগে মোটা টাকা বিনিময় হয়েছে। তাই এই বেআইনি অপারেটর নিয়োগ বাতিল করতে হবে বলে দাবী করেন ,জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইত,এই ভাবে কিছুক্ষণ বিক্ষোভ চলতে থাকে, এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ায়।