বেনাপোল পোর্ট পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ১৭০০ পিচ ভারতীয় ক্রীম সহ গ্রেফতার ৩

-৩.jpg

মিলন হোসেন বেনাপোল।। যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ ফারজানা নামে এক মহিলা মাদক ব্যবসায়ী ও ১৭০০ পিচ ভারতীয় ক্রীম সহ আল আমিন ও তুষার নামে ২ চোরাকারবারিকে আটক করেছে।সোমবার দুপুরে তাদেরকে আটক করা হয়।

ডিউটি অফিসার এএসআই সাজেদুর রহমান জানান,যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে ইং-১৮/০২/২০২৪ তারিখে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত স্যার,এসআই লিখন কুমার সরকার ও এসআই আমির হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া মোড়স্থ হাজী বিরিয়ানী হাউজের সামনে বেনাপোল টু যশোর গামী পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী মোছাঃ ফারজানা (৩৫), পিতা-আব্দুল হাই, স্থায়ী: সাং-আইনথা পশ্চিমপাড়া জামে মসজিদ, থানা- দক্ষিণ কেরাণীগঞ্জ, জেলা –ঢাকা এর কাছ থেকে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল এবং বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ এমপি মার্কেটের বটতলা মোড়ে পাঁকা রাস্তার উপর হতে ১. মোঃ আল আমিন গাজী (৩০), পিতা-মৃত আলতাব গাজী, মাতা-মোছাঃ রোকেয়া ২. তুষার হোসেন(২৫), পিতা-মোঃ শাহিন হোসেন, উভয় গ্রাম- ভবেরবেড়, থানা- বেনাপোল পোর্ট , জেলা –যশোরদ্বয়ের কাছ থেকে উদ্ধার-(১) সর্বমোট ৫০০ পিচ Skinshine Cream, (২) সর্বমোট ১২০০ (এক হাজার দুই শত) পিচ Clobeta G M cream 10g, সর্বমোট জব্দকৃত আলামতের মূল্য-১,২৪,০০০/- (এক লক্ষ চব্বিশ হাজার) টাকাসহ তাদের গ্রেফতার করেন। উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে দুইটি মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top