কয়রায় সূক্ষ্ম সনাতন ধর্মীয় মতুয়া মহোৎসব অনুষ্ঠিত

-1.jpg

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা।। খুলনার কয়রায় ২দিন ব্যাপী ১১তম বর্ষীয় সূক্ষ্ম সনাতন ধর্মীয় মতুয়া মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মতুয়া মহাসংঘ, কয়রা উপজেলা শাখার আয়োজনে, কয়রা সদর মতুয়া মহোৎসব পরিচালনা কমিটির উদ্যোগে ও কয়রা শ্যাম স্মৃতি সংঘ এবং কয়রা মদিনাবাদ দক্ষিণচক মহামায়া সংঘের সার্বিক সহযোগিতায় কয়রা সনাতন ধর্মীয় মন্দির সংলগ্ন কালিপদ মণ্ডলের বাসভবনে ২দিন ব্যাপী এ মহোৎসব অনুষ্ঠিত হয়। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে এ মহোৎসব শুরু হয়। ১৬ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় মহোৎসব অধিবাস সমাপ্তির পর ডংকা, কাঁশর, সিঙ্গা, ঝাঁঝ নিয়ে আকাশে- বাতাসে হরিবোল ধ্বনিতে মুখরিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হরি সংকির্তন মতুয়া দল প্রবেশ করে অনুষ্ঠান অঙ্গনকে প্রানবন্ত করে তোলে। সারা রাত্র হরিসংকির্তন চলমান থাকে। ১৭ ফেব্রুয়ারী শনিবার সকালে বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয়, খুলনা মহানগর শাখা ও খুলনা জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত মহোৎসবে মান্যবর অতিথি হিসেবে উপস্থিত থেকে মতুয়া তত্ত্ব নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রতন কুমার মিত্র, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মতুয়া তত্ত্ব নিয়ে আলোচনা করেন, বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক অনুপম টিকাদার। আরো আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর শাখার সভাপতি সুখময় বিশ্বাস, জেলা সাংগঠনিক সম্পাদক প্রবীর রায়, প্রচার সম্পাদক সমীর মণ্ডল, কোষাধ্যক্ষ পরিমল মল্লিক,  যুগ্মসাধারন সম্পাদক সবুজ মিস্ত্রী। উক্ত মহোৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গুরু গোঁসাইগণ উপস্থিত ছিলেন।  আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি এ্যডঃ অম্বিকা চরণ সানা, সাধারণ সম্পাদক দীলিপ কুমার বৈরাগী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ধীরাজ কুমার রায়, বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের কয়রা, উপজেলা শাখার সাধারণ সম্পাদক জগদীশ মজুমদার, মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি এ্যডঃ স্বদেশ মিস্ত্রী, সাধারণ সম্পাদক শিক্ষক বরুণ কুমার বৈরাগী, অরুণোদয় তরফদার, ভোলানাথ রায়, শিক্ষক পুলকেশ মণ্ডল, ননী গোপাল মজুমদার, প্রশান্ত সরকার, রত্নেশ্বর রায়, এ্যডঃ প্রদীপ তরফদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ মতুয়া মহাসঙ্ঘের কয়রা উপজেলা শাখার সহ-সভাপতি শিক্ষক অরবিন্দ কুমার মণ্ডল।

Share this post

PinIt
scroll to top