খুলনা সদর থানা পুলিশের অভিযানে ২৫ মামলার আসামী গ্রেফতার

IMG-20240215-WA0000.jpg

দেশের তথ্য ডেস্ক।।  খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানা কর্তৃক খুলনা মহানগরীর চিহ্নিত সন্ত্রাসী ও ২৫ মামলার আসামি  শেখ বিসমিল্লাহকে (৩৩) গ্রেফতার করা হয়েছে। শেখ বিসমিল্লাহ পশ্চিম টুটপাড়া ২ নং ক্রস রোড দারোগার বস্তি এলাকার মৃত শেখ আতিয়ার ও মোসাম্মৎ রাজিয়া বেগমের ছেলে।

অফিসার ইনচার্জ, খুলনা সদর থানার দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত)/ নিমাই চন্দ্র কুন্ডুর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ আব্দুল হান্নান মোল্যা, এসআই(নিঃ)/ মোঃ খালিদ উদ্দীন, এর সমন্বয়ে একটি চৌকস টিম খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকা হতে ১৪/০২/২০২৪ খ্রিঃ ২৩.১৫ ঘটিকার সময় গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে কেএমপি এর খুলনা সদর থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ০৬ ফেব্রুয়ারি, ২০২৪; জি আর নং-৬০, তারিখ- ০৬ ফেব্রুয়ারি, ২০২৪; সময়- ০০.১০ ঘটিকা। ধারা- 143/149/186/188/332/333/353/427 The Penal Code, 1860 মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আসামীর বিরুদ্ধে মামলা গুলো নিম্নরূপঃ

 

১। খুলনা থানার মামলা নং-০৯, তং- ১২/১১/১৩ , ধারা- আইন-শৃঙ্খলা বিঘ্নকারী (দ্রæত বিচার) আইনের ৪/৫ ধারা,

২। খুলনা থানার মামলা নং-০২, তারিখ-০৩/০২/১৪ , ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৩(ক)/২৫,

৩। খুলনা থানার মামলা নং-১৮, তারিখ- ১৭/০৪/১৩ , ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক)/২৫,

৪। খুলনা থানার মামলা নং-১৯, তারিখ- ১৪/০৪/১৩ , ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ১(ক)/২৫,

৫। খুলনা থানার মামলা নং-২৭, তারিখ- ২৬/০২/১৩ , ধারা-১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ)/২৫,

৬। রূপসা থানার মামলা নং-০৮, তারিখ- ০৬/১২/১৩, ধারা-৩৯২/৫১১ পেনাল কোড,

৭। খুলনা থানার মামলা নং-১০, তারিখ- ০৫/০১/১২ , ধারা-১৪৩/৪৪৮/৩২৪/৩২৬/৩০৭/৩৮০ পেনাল কোড,

৮। খুলনা থানার মামলা নং-৩৫, তারিখ- ২৭/০১/১০ , ধারা-৩৯২ পেনাল কোড,

৯। খুলনা থানার মামলা নং-৩৯, তারিখঃ-২৮/০৫/২০১৪, ধারা-৪৫৮/৩০২/১২০-বি/৩৭৯/৩৪ পেনাল কোড,

১০। খুলনা থানার মামলা নং-২৫, তারিখ- ১৯/০৫/২০১৪ , ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,

১১। খুলনা থানার মামলা নং-২৭, তারিখ- ১৯/০৫/২০১৪ , ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,

১২। খুলনা থানার মামলা নং-১১, তারিখ- ০৭/০৬/২০১৪ , ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইানের ১৯A,

১৩। খুলনা থানার মামলা নং-১২, তারিখ- ০৭/০৬/২০১৪, ধারা-১৯৯০ সালের মাদকদ্রব্য আইনের ২২(গ),

১৪। খুলনা থানার মামলা নং-৩৮, তারিখ-৩১/০৫/২০১৫ , ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯ A,

১৫। খুলনা থানার মামলা নং-৩২, তাং-২৮/০৫/২০১৫ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড,

১৬। খুলনা থানার মামলা নং-১৫,তাং-১২/১২/২০১৫ ,ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮,

১৭। খুলনা থানার মামলা নং-০৬, তাং-০৪/০৯/২০১৫ , ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,

১৮। খুলনা থানার মামলা নং-০১, তারিখ-০২/০৪/২০১৬ , ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড,

১৯। লবনচরা থানার মামলা নং-০৬(৫)২০১৬,

২০। খুলনা থানার মামলা নং-২৭, তারিখ-২০/০৬/১৯ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক),

২১। খুলনা থানার মামলা নং-২০, তারিখ-১৫/০৪/২০২২, ধারা-৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড,

২২। খুলনা থানার মামলা নং-২১, তারিখ-১৩/০১/২০২২, ধারা-১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড,

২৩। খুলনা থানার মামলা নং-১৪, তারিখ-০৮/১০/২০২০, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড,

২৪। খুলনা থানার মামলা নং-৩, তারিখ-০৮/১০/২০২২, ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ পেনাল কোড,

২৫। খুলনা থানার মামলা নং-১, তারিখ-০১/০৮/২০২২, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬

Share this post

PinIt
scroll to top