দেশের তথ্য ডেস্ক: ১৩ ফেব্রুয়ারি রাত ১১.২৫ এ র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ষষ্ঠীতলা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ১৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত আনুমানিক ০০.৫৫ ঘটিকায় উক্ত এলাকার জনৈক মোছাঃ রহিমা খানের বাড়ীর ভাড়া বাসায় ঘেরাও পূর্বক ০১ (এক) জন ব্যক্তি ১। মোঃ সাইফুল ইসলাম সাগর (৩২), পিতা-মোঃ দেলোয়ার হোসেন, মাতা- মোছাঃ শাহানারা বেগম, স্থায়ী সাং- আরবপুর, বিএফসি রোড, এ/পি সাং- ষষ্ঠীতলা পাড়া (বাইলেন মুজিব সড়ক মোছাঃ রহিমা খানের বাসার ভাড়াটিয়া), থানা- কোতয়ালী মডেল, জেলা – যশোরকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর শয়নকক্ষের তোষকের নিচ হইতে ০১ টি ওয়ানশুটারগান উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত অস্ত্র ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ সহ বিভিন্ন ধরণের অপকর্ম করে থাকে বলে স্বীকার করে। এছাড়াও সে ২০১৬ সালে অস্ত্র সহ ডাকাতি করাকালে হাতে নাতে গ্রেফতার হয়েছিল এবং বর্তমানে একটি হত্যা মামলা ও ০২ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
৩। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।