তামিম-রাসেলের মাইলফলক ছুঁলেন সাকিব

image-772831-1707571056.jpg

ডেশের তথ্য ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরে সাত ম্যাচে ৬৫ রান করেছেন সাকিব আল হাসান। এই রান করার মধ্য দিয়ে দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রংপুর রাইডার্সের এই তারকা অলরাউন্ডার।

সাকিবের আগে ২৫৪ ইনিংসে ব্যাট করে ৪টি সেঞ্চুরি আর ৪৬টি ফিফটির সাহায্যে ৭ হাজার ৩৮৬ রান করেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

এবারের বিপিএল শুরুর আগে সাত হাজার থেকে স্রেফ ৪৬ রান দূরে ছিলেন সাকিব। চোখের সমস্যায় শুরুর দিকের ম্যাচগুলোতে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারেননি।

শনিবার বিপিএলের চলতি আসরের ২৭তম ম্যাচে মুখোমুখি হয় সাকিবের নেতৃত্বাধীন রংপুর রাইডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩ উইকেটে ২১১ রানের পাহাড় গড়ে রংপুর। টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। ৫৩ রানের জয় পায় রংপুর।

দলের জয়ে ব্যাট হাতে ১৬ বলে ২৭ রানের ইনিংস খেলে টি-টোয়েন্টিতে সাত হাজারি ক্লাবের সদস্য হন সাকিব। এতেই ডাবল পূর্ণ করেন তিনি। টি-টোয়েন্টিতে ৪০০ এর বেশি উইকেট শিকারের পাশাপাশি ৭ হাজার রান আছে সাকিব এবং ওয়েষ্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের।

আন্দ্রে রাসেল ব্যাট হাতে সংগ্রহ করেন ৭ হাজার ৯৯২ রান। আর বল হাতে শিকার করেন ৪২৪ উইকেট।

সাকিব বল হাতে শিকার করেন ৪৭৪ উইকেট।

আন্দ্রে রাসেল ও সাকিব আল হাসানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি ডোয়াইন ব্রাভো। তিনি বল হাতে ৬২৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে সংগ্রহ করেছেন ৬ হাজার ৯২০ রান।

Share this post

PinIt
scroll to top