দেশের তথ্য ডেস্ক: মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত ৩২৭ জন বিজিপি সদস্য বাংলাদেশে প্রবেশ করেছে। যাদেরকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।
এদিকে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিজিবি হেফাজতে থাকা মিয়ানমারের ১শ’ সীমান্তরক্ষীকে ঘুমধুম ক্যাম্প থেকে টেকনাফে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, মিয়ানমারে বিদ্রোহী ও ক্ষমতাসীন জান্তা বাহিনীর মধ্যে লড়াই তীব্রতর হয়ে উঠেছে। একের পর এক ঘাঁটির নিয়ন্ত্রণ হারাচ্ছে সামরিক বাহিনী। লড়াইয়ের আঁচ লাগছে সীমান্তের এপারে বাংলাদেশেও। বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মর্টারশেলের আঘাতে দুজন নিহত হওয়ার পর মঙ্গলবার উখিয়ায় আহত হয়েছেন সাতজন।