পাইকগাছায় বিসিআরএল প্রকল্পের মতবিনিময় অনুষ্ঠিত

1707319680696.jpg

পাইকগাছায় বিসিআরএল প্রকল্পের মতবিনিময় অনুষ্ঠিত

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।। পাইকগাছায় বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুডস ভালনারেবল ল্যান্ডস স্ক্যাপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পের এক মতবিনিময় সভা বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, বিসিআরএল প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার। বক্তব্য রাখেন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, বিসিআরএল প্রকল্পের ফারমার্স অরগানাইজেসন ফ্যাসিলিটেটর শিশির হালদার, উদ্ভীদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, শেখ তোফায়েল আহম্মেদ তুহিন, এসএম মফিজুর রহমান, এনামুল হক, আনোয়ার হোসেন, ইমরান সরদার, মৃণাল সরদার, রুবাইয়া খাতুন, জান্নাতুল ফেরদৌসী মুনিয়া, তারিফুর রহমান, সুব্রত দেবনাথ, ইউপি সদস্য আয়ুব আলী, কৃষক রিনা পারভীন, লাভলী মন্ডল, লিপা মন্ডল, বন্ধনা রানী সরদার, রাখী সরকার। উল্লেখ্য, গেøাবাল এনভারমেন্ট ফ্যাসিলিটি এবং বিশ^ খাদ্য ও কৃষি সং¯’ার অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫ বছর মেয়াদী বিসিআরএল প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় দেশের ৯টি উপজেলায় কার্যক্রম পরিচালনা করা হবে। যার মধ্যে খুলনার পাইকগাছা, বটিয়াঘাটা ও ডুমুরিয়া সহ ৩টি উপজেলা রয়েছে। এ প্রকল্পের মূল লক্ষ ও উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তন জনিত পরিবর্তিত পরি¯ি’তিতে কৃষকের করণীয়, কৃষকের জীবনমান উন্নয়ন, ফসলের উৎপাদন, স্বাভাবিক রাখা ও উৎপাদন বাড়ানো, উপযোগী কৃষিপণ্য বাজারজাত করণে পরিবহন ব্যব¯’ার জন্য কুলিং ভ্যানের ব্যব¯’া, কৃষি যন্ত্রপাতি সরবরাহ, শতভাগ মহিলা দ্বারা ভার্মি কম্পোষ্ট উৎপাদন, বীজ ব্যাংক ¯’াপন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উন্নত বাজার ব্যব¯’াপনা, সেচ ব্যব¯’ার উন্নয়ন, মিনিপুকুর খনন করে পানি সংরক্ষণ নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রশিক্ষণ, কৃষক সংগঠনের মাধ্যমে সকল সুবিধা নিশ্চিত করা।

 

 

পাইকগাছায় রাজনৈতিক অর্থনীতি ও ক্ষমতা বিশ্লেষণ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত

 

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।।

পাইকগাছায় রাজনৈতিক অর্থনীতি ও ক্ষমতা বিশ্লেষণ বিষয়ক দুই দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ইউরোপিয়ন ইউনিয়ন ও হেলভেটাস বাংলাদেশ এর অর্থায়নে উন্নয়ন সং¯’া ডরপ এর ইভল্ভ প্রকল্পের আওতায় মঙ্গল ও বুধবার অফিসার্স ক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ সহায়ক ছিলেন, হেলভেটাস বাংলাদেশ প্রতিনিধি শাহরিয়ার মান্নান, সহ-সহায়ক ছিলেন ডরপ ইভল্ভ প্রকল্প সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার। উপ¯ি’ত ছিলেন, বাজেট মনিটরিং ক্লাবের সভাপতি প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রাক্তন শিক্ষক মঈন উদ্দীন দফাদার, ডরপ ইভলভ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রুমানা পারভীন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, আয়ূব আলী, মোবাররক হোসেন, রাজিয়া সুলতানা, খুকু মনি, নাসিমা আক্তার, জাহানারা বেগম, সাংবাদিক মহানন্দ অধিকারী মিন্টু, সুফিয়া বেগম, শারাফাত হোসেন, নূরুন্নাহার, ফাতেমা বেগম, নাজমা খাতুন, শ্রাবণী সানা, সন্ধ্যা সুলতানা, মিতা রানী দাশ, মুন্নী আক্তার সহ ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধি ও উপজেলা সিএসও নেটওয়ার্ক এর সদস্যবৃন্দ।

Share this post

PinIt
scroll to top