কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ভোট কেন্দ্রে (নং-৩৯) এ অগ্নি সংযোগের আসামী গ্রেফতার
দেশের তথ্য ডেস্ক: কেএমপি’র দৌলতপুর থানা পুলিশের বিশেষ অভিযানে পাবলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবলা কারিকর পাড়া ভোট কেন্দ্রে (নং-৩৯) এ অগ্নিকান্ড সংযোগকারী আসামীকে গ্রেফতার করা হয়েছে।
০৫ ফেব্রুয়ারি সোমবার রাত ১০:৪৫ ঘটিকায় কেএমপি’র দৌলতপুর থানাধীন মিনাক্ষী সিনেমা হলের সামনে ইদগাঁহ মাঠ হতে দৌলতপুর আঞ্জুমান রোড হতে শেখ ইমাম হোসেন(৪৩) কে গ্রেফতার করা হয়েছে।সে ওই এলাকার মৃত: হাবিবুর রহমানের ছেলে এবং দৌলতপুর থানার বিএনপির সদস্য সচিব।
এরপর আজ ০৬ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা আসামী শেখ ইমাম হোসেনের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বতস্ফূর্তভাবে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে যথানিয়মে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। অত্র মামলার আসামী শেখ ইমাম হোসেন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামলার ঘটনার সাথে নিজেকে জড়িত করে অপর ০২ জন আসামীর নাম ও ঠিকানা প্রকাশ করে। তন্মধ্যে গত ২২ জানুয়ারি ২০২৪ খ্রি: আসামী ০২) মোঃ রিয়াজুল ইসলাম(২৫), পিতা-মোঃ বিল্লাল হোসেন, সাং-পাবলা দক্ষিণ কারিকর পাড়া, থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে ইং গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ইহা ছাড়া গত ০৮ জানুয়ারি ২০২৪ খ্রি: ঘটনার সহিত জড়িত সন্দেহ আসামী ০৩) মোঃ নুর ইসলাম বাচ্চু(৫০), পিতা-মৃত: মোকছেদ আলী মিয়া, সাং-বাংলাদেশ বস্ত্রলয় দৌলতপুর বাজার, থানা-দৌলতপুর, জেলা-খুলনা এবং ০৩) মোঃ শামীম আজাদ খানমিলু(৪৮), পিতা-মৃত: সেলিম খান ওরফে আনসার আলী, সাং-দৌলতপুর খাঁ পাড়া, থানা-দৌলতপুর, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ০৭ জানুয়ারি ২০২৪ খ্রি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৯ নং কেন্দ্র, দৌলতপুর থানাধীন পাবলা দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে হঠাৎ রাত অনুমান ০৩.০০ ঘটিকার দিকে বাদীর শরীরের প্রচন্ড তাপ অনুভব করায় ঘুম ভেঙ্গে যায়। তখন সে রুম থেকে বেরিয়ে গিয়ে আগুন আগুন বলিয়া চিৎকার করলে ডিউটিরত পুলিশ-আনসার সদস্য ও পাশের রুমে অবস্থানকারী পুলিশ এবং আনসার সদস্যগণও সাহায্যের জন্য এগিয়ে আসে। এ সময় তিনি তাদেরকে নিয়ে একত্রে আগুন মোকাবেলার চেষ্টা করে। তাদের প্রাথমিক চেষ্টা ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিস অফিসে ফোন করে। তখন ফায়ার সার্ভিস এর সদস্যরা দ্রুত এসে স্থানীয় জনগনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৯ নং কেন্দ্র উপলক্ষে রক্ষিত ১) ব্যালট বক্স-০৭ টি, ২) নির্বাচনীয় ফর্ম, ৩) নির্বাচনী খরচ ও ভোটিং কর্মকর্তাদের মাঝে বিতরণের জন্য সম্মানী বাবদ নগদ-১,০৩,০০০/- টাকা, ৪) একটি স্যামস্যাং জে-২ মোবাইল ফোন, ৫) সিল, ৬) খাম, ৭) নির্বাচনী বিভিন্ন সামগ্রী, ভোটার লিস্টসহ অফিস রুমে ব্যবহার্য চেয়ার-টেবিল ও মালামাল এবং উক্ত স্কুলের স্টোর রুমে থাকা পুরাতন কাগজপত্রসহ কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমান-১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা। বিএনপি-জামাতের ভোট বর্জনকারী দুষ্কৃতিকারীরা জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার লক্ষে সু-পরিকল্পিতভাবে কোন বিস্ফোরক দ্রব্য বা পেট্রোল বোমা অথবা কেরোসিন দ্বারা উক্ত ভবন ও ভবনে রক্ষিত নির্বাচনী মালামাল ধ্বংস করার উদ্দেশ্যে অন্তর্ঘাতমূলক কার্য করেছে মর্মে বাদীর কাছে প্রাথমিকভাবে প্রতিয়মান হয়েছে। এই প্রেক্ষিতে অত্র মামলার বাদী মোঃ নুরুল ইসলাম(৪০), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-গৃধর নগর, থানা-কেশবপুর, জেলা-যশোর (এপি সাং-প্রিন্সিপাল অফিসার, সোনালী ব্যাংক পিএলসি, দৌলতপুর কর্পোরেট শাখা, খুলনা) অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে দৌলতপুর থানার মামলা নং-০২, তারিখ-০৭/০১/২০২৪ খ্রিঃ, ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩) রুজু হয়।