বকেয়ার দাবিতে,রেড রোডে তৃনমূলের ধর্ণা মঞ্চে, তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

1707156664682.jpg

বকেয়ার দাবিতে,রেড রোডে তৃনমূলের ধর্ণা মঞ্চে, তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা:  ৫ই ফেব্রুয়ারী সোমবার, সরকারের বঞ্চনার বিরুদ্ধে ও বকেয়া আদায়ের দাবীতে, চলছে তৃণমূলের ধর্ণা মঞ্চ, আর আজ সেই ঝর্ণা মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ।

 

বিভিন্ন কলেজ থেকে তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র-ছাত্রীরা হাতে নিয়ে মিছিল করে এবং স্লোগান দিতে দিতে ধর্ণা মঞ্চের সামনে উপস্থিত হন,কয়েকশো কলেজ এর ছাত্র-ছাত্রী,

 

যে উপস্থিত ছিলেন জুন মালিয়া,নির্মল মাঝী,বৈশ্যানর চট্টোপাধ্যায়, ও ছাত্র পরিষদের ত্রিয়াঙ্কুর সহ অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ,

 

একে একে বিভিন্ন কলেজের সংগঠকরা মঞ্চে বক্তৃতা দেন, সবার মুখে একটাই কথা অবিলম্বে বকেয়া টাকা দিতে হবে, আমাদের দিদিকে বঞ্চনা করলে ,আমরা ছেড়ে কথা বলবো না, যতদিন না আমাদের দিদি বকেয়া পাওনা পাচ্ছে, ততদিন আমরা এই ধরনা মঞ্চ চালিয়ে যাব। আমাদের দিদি সবসময় বিভিন্ন প্রকল্পের কথা ভাবে ,মানুষের পাশে থাকার কথা ভাবে, ছাত্র ছাত্রীদের পাশে থাকার কথা ভাবে,

 

এই মঞ্চকে কেন্দ্র করেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ভ্রাম্যমান ক্যান্টিন বসিয়েছেন,যাতে কারো অসুবিধে না হয়, মঞ্চের পাশে ভ্রাম্যমান ক্যান্টিন এবং ৫ টাকার ভাতের আয়োজন করেছেন।, এই ক্যান্টিন থেকে যা খাবেন , বিস্কুট চা পাউরুটি কেক জলের বোতল,তার ন্যায্য দাম বেড়ে দিয়েছেন 5 টাকা, এই ধর্ণায় আসা ছাত্র-ছাত্রীরা সেখান থেকে খাবার সংগ্রহ করছেন,

 

উদাহরণ দিয়ে বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছাত্র-ছাত্রীদের কথা ভাবেন এটাই তার আসল প্রমাণ,যে জায়গায় ঝর্ণা মঞ্চ চলছে ,সেখানে কোন রকম খাওয়ার দোকান না থাকায় ,তিনি সেটারও ব্যবস্থা করে দিয়েছেন। আজ আমরা দূর দূরান্ত কলেজ থেকে এসেছি, মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের আয়োজন রাখায়, আমরা অভিভূত এবং কৃতজ্ঞ।

 

তাই কেন্দ্রীয় সরকার ও নরেন্দ্র মোদি সরকার কতদিন পাওনা টাকা আটকে রাখতে পারে। পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির কোন জায়গা হবেনা।

Share this post

PinIt
scroll to top