কেএমপির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণে মাদক গুলি ও নগদ টাকা সহ গ্রেফতার ১৬

InShot_20240205_173050253.jpg

কেএমপির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণে মাদক গুলি ও নগদ টাকা সহ গ্রেফতার ১৬

 দেশের তথ্য ডেস্ক : কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১২ গ্রাম গাঁজা, ৩৫ লিটার মদ, ০১ রাউন্ড পিস্তলের গুলি এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৩২০ টাকাসহ ১৬ (ষোল) জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কে এম পি ।

উক্ত মাদক কারবারীরা হল ১) মোঃ কামরুজ্জামান মিঠু(২০), পিতা-মোঃ বিল্লাল হাওলাদার, সাং-তমিজ উদ্দিন সড়ক, থানা-সোনাডাঙ্গা মডেল; ২) মোঃ আমিরুল ইসলাম(৩৫), পিতা-মোঃ হায়দার শেখ, সাং-দেয়ানা দক্ষিণপাড়া হালদার সড়ক, থানা-দৌলতপুর; ৩) মোঃ হাফিজুল শেখ(২৪), পিতা-মোঃ ইউসুফ শেখ, সাং-পাবলা দত্তবাড়ি, থানা-দৌলতপুর; ৪) মোঃ উজির মোল্লা(২৭), পিতা-মৃত: চাঁনমিয়া মোল্লা, সাং-গোয়ালপাড়া, থানা-খালিশপুর; ৫) রুবেল মুন্সি(৩৫), পিতা-মোঃ বাবুল মুন্সী, সাং-দক্ষিণ টুটপাড়া, থানা-খুলনা; ৬) মোঃ সাগর আকন(২৮), পিতা-মোঃ হারুন আকন, সাং-ছরক খালী, থানা-মঠবাড়িয়া, জেলা-পিরোজপুর, এ/পি সাং-৪নং ফুডঘাট, থানা-খুলনা; ৭) মোঃ সাগর হাওলাদার(২০), পিতা-মোঃ আলী হোসেন হাওরাদার, সাং-শিপইয়ার্ড মেইন রোড থানা-লবণচরা; ৮) মোঃ পারভেজ হাওলাদার(২৩), পিতা-মোঃ সেলিম হাওলাদার, সাং-লক্ষীখালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-শিপইয়ার্ড মেইন রোড, থানা-লবণচরা; ৯) মোঃ রুহুল আমিন শেখ(২৯), পিতা-মোঃ জাফর শেখ, সাং-মেছের সড়ক আদর্শমহল, থানা-খুলনা সদর; ১০) মোঃ জাহিদ খান(২৫), পিতা-মোঃ হেমায়েত খান, সাং-মতিয়াখালী মেইন রোড, থানা-লবণচরা; ১১) মোঃ রবিউল ইসলাম(২৭), পিতা-মোঃ বিল্লাল ইসলাম, সাং-মতিয়াখালী মেইন রোড ৩নং গলি, থানা-লবণচরা; ১২) মোঃ ইমরান হোসেন(২৭), পিতা-মোঃ আঃ রহিম মোল্লা, সাং-রূপসা স্ট্যান্ড রোড, থানা-লবণচরা; ১৩) মোঃ মানিক শেখ(২৯), পিতা-মোঃ কবির শেখ, সাং-চাঁনমারী এপ্রোস রোড ২য় গলি, থানা-খুলনা; ১৪) মোঃ সুজন জমাদ্দার(২৬), পিতা-মোঃ মহসনি জমাদ্দার, সাং-চাঁনমারী বাজার, থানা-লবণচরা, ১৫) মোঃ সোহেল হোসেন(২৬), পিতা-মোঃ আলাউদ্দিন হোসেন, সাং-মতিয়াখালী, থানা-লবণচরা এবং ১৬) মোঃ খোকন শেখ(৪১), পিতা-মৃত: রিয়াজ উদ্দিন শেখ, সাং-কুলিবাগান, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ২১৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪১২ গ্রাম গাঁজা, ৩৫ লিটার মদ, ০১ রাউন্ড পিস্তলের গুলি এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৪৩২০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০৮ টি মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top