র‌্যাব-৬ কর্তৃক ৪২১০টি ইয়াবা সহ গ্রেফতার ১

.jpg

র‌্যাব-৬ কর্তৃক ৪২১০টি ইয়াবা সহ গ্রেফতার ১

দেশের তথ্য ডেস্ক:  সময়ের সাথে সাথে মাদক ব্যবসায়ীরা মাদক পরিবহনে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে। যশোরের একটি মাদক কারবারি চক্র দীর্ঘ দিন ধরে কক্সবাজার ও চ্ট্গ্রাম হতে অভিনব পন্থা অবলম্বন করে সল্প মূল্যে ইয়াবা ক্রয় করে যশোর জেলার বিভিন্ন থানায় অধিক মূল্যে বিক্রয় করে আসছে। এই ধরনের মাদক কারবারীদের গ্রেফতার করার লক্ষ্যে র‌্যাব-৬,সিপিসি-৩,যশোর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। গোয়্ন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ইং ০৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ দুপুরে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন উপশহর ইউনিয়নের হাউজিং এস্টেট নিউমার্কেট যশোর ঘোপ সেন্ট্রাল রোড এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সাভিস লিঃ এর ভিতরে অভিযান পরিচালনা করে কর্টুনের মধ্যে সাবানের বক্সের ভিতের হতে ৪,২১০(চার হাজার দুইশত দশ) পিচ ইয়াবাসহ ফিরোজা খাতুন (২৮), স্বামী-মৃতঃ ওয়াসীম গাজী, গ্রাম- রেলগেট, যশোর পৌরসভা, থানা- কোতোয়ালী মডেল, জেলা- যশোরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতাকৃত আসামী জানায়,সে দীর্ঘদিন যাবত অভিনব কৌশল অবলম্বন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করে যশোর জেলায় বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Share this post

PinIt
scroll to top