বেনাপোল পোর্ট হতে র‌্যাব-৬ কর্তৃক ০২ টি ওয়ানশুটারগান সহ গ্রেফতার ২

bc021e3d-0695-4874-b964-4b9143e11204.jpg

বেনাপোল পোর্ট হতে র‌্যাব-৬ কর্তৃক ০২ টি ওয়ানশুটারগান সহ গ্রেফতার ২

দেশের তথ্য ডেস্ক: ০৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ দিবাগত গভীর রাতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৫নং পুটখালী ইউনিয়ন এর ২নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ ইয়াছিন আলী এর বসতবাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি ০৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ভোর ০৫.১৫ ঘটিকায় উক্ত ঘটনাস্থলে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ (দুই) জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘেরাও পূর্বক উক্ত বসত বাড়ি থেকে আসামী ১। মোঃ ইয়াসিন আলী (৩০), পিতাঃ মোঃ ওবায়দুর রহমান, ২। মোঃ রুবেল হোসেন (২৮), পিতা- মোঃ জালাল হোসেন, উভয় গ্রাম-পুটখালী, থানাঃ বেনাপোল পোর্ট, জেলাঃ যশোরদ্বয়’কে গ্রফেতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ০২ টি ওয়ানশুটারগান উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পরষ্পর সহযোগীতায় অবৈধ অস্ত্র সল্প মূল্যে ক্রয় করিয়া যশোর জেলা সহ আশে-পাশের জেলার বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি/সরবরাহ করে থাকে। উদ্ধারকৃত ওয়ানশুটারগান ক্রয় করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে তারা স্বীকার করে। এছাড়াও বিভিন্ন সময় অবৈধ অস্ত্রের ভয়-ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি ও অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করতঃ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top