রামপালে র্যাবের অভিযানে ওয়ান শুটারগানসহ ১ জন গ্রেফতার
রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে খুলনার র্যাব-6 এর সদস্যরা অভিযান চালিয়ে উপজেলার ভাগা বাজারের কামাল ফিলিং স্টেশনের সামনে থেকে সোলাইমান মোল্লা (৪৪) নামের এক জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় রামপাল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন র্যাব -৬ এর হাবিলদার মোঃ আঃ হান্নান হাওলাদার।
রামপাল থানায় দাখিল করা এজাহার সূত্রে জানা গেছে, গত ইংরেজি ২ ফেব্রুয়ারী শুক্রবার রাত সোয়া ৯ টায় উপজেলার ভাগা বাজার এলাকার কামাল ফিলিং স্টেশন ও রেষ্টুরেন্টের কাছে অভিযান পরিচালনা করেন র্যাবের একটি আভিযানিক দল। এ সময় উপজেলার চিত্রা গ্রামের দাউদ মোল্লার ছেলে সোলাইমান মোল্লাকে একটি ওয়ান শুটারগানসহ হাতেনাতে আটক করেন। ওই সময় তার কাছ থেকে দুইটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটক সোলাইমানকে শনিবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ আসামী আটক, মামলা দায়ের ও বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।