১৫তম আ্যপীজয় কলকাতা সাহিত্য উৎসব ২০২৪ এর একটি পোস্টার লঞ্চ ও সাংবাদিক সম্মেলন করলেন
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা।। ২রা ফেব্রুয়ারী শুক্রবার, বিকেল তিনটে , পার্ক স্ট্রীট সংলগ্ন, অক্সফোর্ড স্টোরে , আ্যপীজয় কলকাতা সাহিত্য উৎসবের প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন ও একটি পোস্টার লঞ্চ করলেন,,
উপস্থিত ছিলেন ডিরেক্টর আঞ্জুম কাত্যাল, আ্যপীজয় কলকাতা লিটারারি ফেস্টিভ্যালের প্রোগ্রামিং হেড নীতা শ্রীধরন, আ্যপীজয় অক্সফোর্ড বুক স্টোরের সি ই ও স্বাগত সেনগুপ্ত,সহ অন্যান্যরা,
উৎসব চলবে ৯ই ফেব্রুয়ারী থেকে ১১ই ফেব্রুয়ারী পর্যন্ত,পার্ক স্ট্রীট এর আ্যলেন পার্কে, থাকছে অক্সফোর্ডের একটি স্টল এবং বিভিন্ন আরও অন্যান্য স্টল,ভারতে একমাত্র সাহিত্য উৎসব এবং কলকাতার প্রথম সাহিত্য উৎসব অক্সফোর্ডের হাত ধরে হয় ,আমাদের শহরের চিন্তার স্পন্দন প্রতিফলিত করে।
অক্সফোর্ড বুক স্টোরের সি ই ও স্বাগত সেনগুপ্ত বলেন ,যেহেতু আমরা আ্যপীজয় কলকাতা সাহিত্য উৎসব ১৫ তম সংস্করণের এই ল্যান্ডমার্ক উদযাপন করছি। এবং অংশীদারদের কাছে থেকে সমর্থন পাওয়ায় আমরা কৃতজ্ঞ, যাহারা অর্থ এবং মূল্য দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন।,
আ্যপীজয় কলকাতা সাহিত্য উৎসব হল, একমাত্র সাহিত্য উৎসব , যা একটি বইয়ের দোকান অক্সফোর্ড বুক স্টোর দ্বারা তৈরি করা হয়েছে। ১০০ বছরেরও বেশি সময় ধরে আমরা লেখক, প্রকাশক এবং পাঠকদের মধ্যে ব্যবধান কমিয়েছি, অক্সফোর্ড বুক স্টোর শুধু বই বিক্রি করে না। আমরা একটি প্রাণবন্ত সম্প্রদায় তৈরি করি।
এই অক্সফোর্ড বইয়ের দোকান ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়, এই বইয়ের দোকানটি দেশের প্রাচীন ঐতিহ্যের বইয়ের দোকান ,এটি ভারতের একমাত্র বইয়ের দোকান,
তাহার জানান এছাড়াও একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে, জেরি পিল্টো এবং অনুজা চৌহান টালিগঞ্জ ক্লাবে, এই সাহিত্য ভোজকে কে আরো বাড়িয়ে তুলবে,
উৎসবে প্রায় ১০০ টিরও বেশি স্কুল অংশগ্রহণ করবেন বলে জানান এবং তাদের ছাত্র ছাত্রীরা উপস্থিত থাকবেন।,
কয়েকদিনে থাকছে বিভিন্ন অনুষ্ঠান এবং নামিদামী শিল্পী সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠান,
উৎসবে থাকছে অভিজিৎ গুপ্তা, অলকা পান্ডে, বিক্রম ঘোষ, পন্ডিত কুমার বোস, রিদ্বি সেন, রুচিকা গুপ্তা ,স্বস্তিকা মুখার্জি, দূরজয় দত্ত , পি চিদম্বরম, ইন্দ্রজিৎ হাজরা, উষশ্রী সেনগুপ্ত, সোমনাথ বটব্যাল সহ অন্যান্যরা।
অক্সফোর্ডের কর্ণধার জানালেন, দর্শকদের উদ্দেশ্যে ও বইপ্রেমীদের উদ্দেশ্যে, সকলে এসে এই উৎসবকে মুখরিত করুন, এবং উৎসবে এসে অক্সফোর্ডের বই দেখুন, নতুন বই সংগ্রহ করুন, আপনাদের মতামত আমাদেরকে এগিয়ে চলার পথ করে দেবে, উৎসাহিত করবে, যে সকল সহযোগী আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমাদের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।