ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি।। পুরাতন সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাবের আয়োজনে সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার মাঠে ঐতিহ্যবাহী জেলা পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে উক্ত টুর্নামেন্টে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। এসময় তিনি বলেন,খেলাধুলা ব্যক্তির শরীর ও মন সুস্থ রাখার পাশাপাশি সমাজে ভাতৃত্ববোধ, সহমর্মিতা ও সহানুভূতির পরিবেশ তৈরির মাধ্যমে ইতিবাচক সমাজ গঠনে ব্যাপক ভূমিকা পালন করবে। যুবসমাজ খেলাধুলার চর্চা যত বেশি করবে তা আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গঠনে তত সহায়ক হবে। পাশাপাশি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, জঙ্গিবাদ ইত্যাদি নির্মূল হবে’ এ সময় উপস্থিত ছিলেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আতিকুল ইসলাম, সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত), কাজী ফিরোজ হাসান, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলাম, সদর ট্রাফিকের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, ডিআইও-১, (ডিএসবি) ইয়াছিন আলম চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজসহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী মানুষ। পুরাতন সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় পুলিশ সুপারকে পুরাতন সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুরাতন সাতক্ষীরা ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মইনুল ইসলাম মিঠু।