সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ০৩ বছর বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

FB_IMG_1706802736993.jpg

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ০৩ বছর বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

 দেশের তথ্য ডেস্ক: ০১ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ সকাল ০৭.৩০ ঘটিকায় উক্ত থানাধীন ৩৩/৩৪ আউটার বাইপাস সড়ক হতে পলাতক আসামী মতিয়ার রহমান, পিতা-মৃত: ইউসুফ আলী, সাং-সোনাডাঙ্গা বাইপাস রোড, খানকা শরীফের বিপরীতে, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে অদ্যবধি পলাতক ছিলেন।

 

আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাগুলো নিম্নরূপঃ

১। এস/সি নং-১২৭৯/১৩ এ ০১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৭৫,০০০,০০/- (পঁচাত্তর লক্ষ) টাকা।

২। মহানগর দায়রা-২০৮১/১৩ এ ০১ বছর সশ্রম কারাদন্ড ও ১,১৫,৩৫,০০০/- (এক কোটি পনের লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা।

৩। মহানগর দায়রা-২০৮১/১৩ এ ০১ বছর সশ্রম কারাদন্ড ও ১,১৫,৩৫,০০০/- (এক কোটি পনের লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা।

৪। জিআর নং-০১/১১, ধারা-১৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ)।

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ০৩ টি গ্রেফতারী পরোয়ানায় ০২ বছর বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার কর হয়েছে

দেশের তথ্য ডেস্ক: ১ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে সাত টায় কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ০৩ টি গ্রেফতারী পরোয়ানায় ০২ বছর বিনাশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার কর হয়েছে। তাকে উক্ত থানাধীন ৩৩/৩৪ আউটার বাইপাস সড়ক হতে গ্রেফতার করা হয়।
পলাতক আসামী মতিয়ার রহমান সোনাডাঙ্গা বাইপাস রোড এলাকার মৃত: ইউসুফ আলীর ছেলে। সোনাডাঙ্গা বাইপাস রোড, খানকা শরীফের বিপরীত থেকে টা গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে অদ্যবধি পলাতক ছিলেন।

আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাগুলো নিম্নরূপঃ
১। এস/সি নং-১২৭৯/১৩ এ ০১ বছর বিনাশ্রম কারাদন্ড ও ৭৫,০০০,০০/- (পঁচাত্তর লক্ষ) টাকা।
২। মহানগর দায়রা-২০৮১/১৩ এ ০১ বছর সশ্রম কারাদন্ড ও ১,১৫,৩৫,০০০/- (এক কোটি পনের লক্ষ পয়ত্রিশ হাজার) টাকা।
৩। জিআর নং-০১/১১, ধারা-১৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ)।

Share this post

PinIt
scroll to top