ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা বিক্ষাভ কর্মসূচী পালন
দেশের তথ্য ডেস্ক: একতরফা নির্বাচন বাতিল ও বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন করুন। বর্তমান সরকার তথা কথিত ভোটার বিহীন একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। এই নীতি বর্জিত প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ কে দেশবাসী সহ সমস্ত গণতান্ত্রিক বিশ্ব ধিক্কার জানাচ্ছে অথচ সরকার বিশ্ব মতামতকে অপেক্ষা করে একদলীয় বাকশাল কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। আমরা এই অবৈধভাবে গঠিত সংসদে ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের দাবি জানান। তিনি বলেন শিক্ষার্থীদের হাতে একটি অপশিক্ষা সিলেবাস তুলে দিয়ে আগামীর প্রজন্মকে ইসলামী সমাজ ও মূল্যবোধ ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত সরকার। কোমলমতি বাচ্চাদেরকে ট্রান্সজেন্ডারের নামে নৈতিকতা বিরোধী প্রশ্চিমাদের ঘৃনতম কালচার সমকামিতার প্রতি উৎসাহিত করা হচ্ছে। ৩১ জানুয়ারি বুধবার বিকাল তিনটায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যলয়ের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পুর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল এসব কথা বলেন। কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে বিতর্কিত নতুন শিক্ষাকারী কুলাম পরিবর্তন, এবং ট্রান্সজেন্ডার সমকামিতা বৈধ দেওয়ার প্রতিবাদ, ভোটারবিহীন অবৈধ একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ঘটিত সংসদ ভেঙ্গে দিয়ে পুনর নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত মিছিল পূর্বক সমাবেশে জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন ও জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিবের যৌথ পরিচালনায় সমাবেশে আরো বক্তৃতা করেন নগর সহ—সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ সভাপতি মাওলানা মোহাঃ মুজিবুর রহমান, শেখ জামিল আহমেদ মাওলানা শাইখুল ইসলাম বিন হাসান, শেখ হাসান ওবায়দুল করিম, ,মোঃ রেজাউল করিম, মোঃ আবু গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা দ্বীন ইসলাম,মাওলানা আঃ সত্তার, মাওলানা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান, মুফতী আশরাফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোহাঃ মুহিব্বুল্লাহ, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ নিজাম উদ্দিন মল্লিক, এ্যাডঃ কামাল হোসেন, মুফতী ইলিয়াস মাঞ্জুরী, মাওঃ আসাদুল্লাহ হামিদি, এইস এম এনামুল হাসান সাঈদ ,মাওঃ আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহবুবুল আলম, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ রওশান আলী,আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, হাফেজ আব্দুল লতিফ, মাওলানা নাছিম উদ্দিন শেখ, মোল্লা রবিউল ইসলাম, এস.এম শাহিন হোসেন, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, মুফতী মইনুল ইসলাম, মোঃ ওলিয়ার রহমান মোঃ মারুফ হোসেন বাবুশফিকুল ইসলাম দাকোপ, আলঃ শফিকুল ইসলাম ডুমুরিয়া, ডাঃ রাকিবুল হাসান,মাওলানা হারুন অর রশিদ -মোঃ তরিকুল ইসলাম দবির, মোঃ নুরুল হুদা সাজু – মাওঃ আবু সাঈদ, মোঃ ইউসুফ আলী, মোঃ আকিছুর রহমান-মোঃআশরাফ আলী,আলঃ আবু দাউদ, হাফেজ কারিমুল ইসলাম গাজী মোঃ নূর ইসলাম মোঃ শামিম হোসেন মাষ্টার মঈনুদ্দিন ভুইঁয়া, মাওলানা হাফিজুর রহমান, ইসমাঈল হোসেন, শিক্ষকনেতা রবিউল ইসলাম রাফে, মাওলানা মাহবুবুল আলম, যুবনেতা মুফতী আহম আব্দুর রহমান মিয়াজী, মুফতী ফজলুল হক, যুবনেতা ইমরান হোসেন মিয়া, যুবনেতা আব্দুর রশিদ, যুবনেতা এসকে নাজমুল হাসান, শ্রমিকনেতা আবুল কালাম আজাদ, শ্রমিকনেতা, রেজাউল করীম মাওলানা ইলিয়াস হুসাইন, মোহাম্মদ ইব্রাহিম, ছাত্রনেতা মুহাম্মাদ মঈনুদ্দিন, ছাত্রনেতা এস.কে আবু রায়হান, ছাত্রনেতা মুহাম্মাদ নাইম ইসলাম, ছাত্রনেতা মাহাদী হাসান মুন্না প্রমুখ।সমাবেশ শেষে বিশাল একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে দলীয় কার্যালয় সামনে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।