কেসিসির লাইসেন্স শাখা কর্তৃক জাল লাইসেন্স সহ আটক ১

watsaap.jpg

কেসিসির লাইসেন্স শাখা কর্তৃক জাল লাইসেন্স সহ আটক ১

দেশের তথ্য ডেস্ক:  দীর্ঘদিন যাবত খুলনাতে লাইসেন্সবিহীন অটোরিকশা এবং ইজিবাইক আটক করা হচ্ছে। ১৩ই জানুয়ারি শুরু হওয়া এই চিরুনি অভিযানের ধারাবাহিকতায় ২৯ জানুয়ারি বিকাল ৪:০০ টায় খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স ও যানবাহন শাখায় দুটি জাল লাইসেন্স সহ একজনকে আটক করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায়, উক্ত জাল লাইসেন্স বহনকারী লাবণচড়া থানার পেছনের রেল ক্রসিং এর সংলগ্ন পুটিমারি এলাকার মৃত মোহাম্মদ মাহফিল কাজীর ছেলে মোঃ জসিম কাজী (২৬) আজ বিকেল চারটায় খুলনা সিটি কর্পোরেশনের লাইসেন্স ও যান্ত্রিক শাখায় তার ইজিবাইকের লাইসেন্স দুটি মেয়াদ বৃদ্ধি করতে আসলে লাইসেন্স শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সন্দেহ হলে তারা রেজুলেশন খাতার সাথে তার দেওয়া লাইসেন্স দুটি মিলিয়ে দেখে এবং সেখানে গরমিল পাওয়া যায়। পরবর্তীতে এ বিষয়টি সদর থানা কর্তৃপক্ষকে অবহিত করা হলে কয়েকজন পুলিশ সদস্য সেখানে উপস্থিত হন। লাইসেন্স জালিয়াতি করা অপরাধী জসিম কাজী কে জিজ্ঞাসা করলে তিনি জানান এই লাইসেন্স দুটি তার নয় তিনি মোঃ মাসুম নামের জনৈক্য ব্যক্তির কাছ থেকে ভাড়া নিয়ে লাইসেন্স দুটি চালান। তিনি জানান যে ব্যক্তির কাছ থেকে তিনি লাইসেন্স ভাড়া নিয়েছেন তিনি নিরালা আলকাতরা মিল এলাকার আব্দুর রহিম সরদার ছেলে মোঃ মাসুম তার স্থায়ী ঠিকানা খুলনা জেলার দাকোপ থানার সুতারখালী গ্রামে তিনি বর্তমানে ঢাকার বাসিন্দা। উক্ত মোহাম্মদ মাসুম তিনি দীর্ঘদিন এই জাল লাইসেন্স এর কর্মকান্ডের সাথে জড়িত বলে প্রশাসনের কাছ থেকে তথ্য পাওয়া যায়। তবে আটককৃত অপরাধী মোঃ জসিম কাজী নিজেকে নির্দোষ দাবি করেছেন। অন্যদিকে আলকাতরা মিল বাসিন্দা মোঃ মাসুমের বিষয়ে খোঁজ নিয়ে জানা গিয়েছে তিনি দীর্ঘদিন এই জালিয়াতি চক্রের সাথে জড়িত। বর্তমানে তিনি দেশের বাইরে ভারতে অবস্থান করছেন। এবং আটককৃত মোঃ জসিম কাজী কে সদর থানায় প্রেরণ করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top