খুলনায় জয়িতা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত-

.jpg

খুলনায় জয়িতা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত-

জহিরুল ইসলাম রাতুল : শেখ হাসিনা বারতা নারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্য কে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধায়ন এবং খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে খুলনায় “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক খুলনা বিভাগীয় পর্যায়ে জয়িতা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠানটি খুলনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা জেলার ফুলতলা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সঞ্চালনায় এবং খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তর এর মহাপরিচালক কেয়া খান, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, খুলনা অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম সেবা সুশান্ত সরকার এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) জাকিয়া আফরোজ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খুলনার মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক হাসনা হেনা। এরপরে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন শ্রেষ্ঠ জয়িতাদের নাম ঘোষণা করা হয়। এবছর পাঁচটি ক্যাটাগরিতে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা মনোনীত হয়েছেন সোমা মন্ডল, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন জেসমিন নাহার কামনা, সফল জননী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন চন্দনারণী কুন্ডু, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা হিসেবে জয়িতা মনোনীত হয়েছেন রেহানা পারভিন, এবং সমাজ উন্নয়নে অসম্মান ও অবদান রাখার জন্য শ্রেষ্ঠ জয়িতা হিসেবে মনোনীত হয়েছেন খুলনার পাখি দত্ত হিজড়া। উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে চলেছে দেশ দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি অসামান্য অবদান রাখছেন নারীরা। নারীদেরকে প্রতিনিয়তই এগিয়ে নেওয়ার দায়িত্ব পুরুষদের। কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Share this post

PinIt
scroll to top