ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

IMG-20240126-WA0003.jpg

ফকিরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাগেরহাট প্রতিনিধি: খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

শুক্রবার (২৬ জানুয়ারি) ২ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম।

ফকরিহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে একটি ট্রাক চট্রগ্রাম থেকে মোংলা যাওয়ার পথে ফকিরহাটের বলৈতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকচালক সোয়াইব হোসেন (২২) ঘটনাস্থলে নিহত হন।

 

এসময় আহত চালকের সহকারী জাহাঙ্গীর সরদারকে (৩০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করা হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সোয়াইব হোসেন সাতক্ষীরার কাশিমপুর এলাকার নজরুল ইসলামের ছেলে।

অপর দিকে ফকিরহাট উপজলোর বলৈতলী একই এলাকায় শুক্রবার রাত ৩টার দিকে ধান মাড়াইয়ের ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক মোন্নাফ ফকির (৩৫) ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় ওই ট্রলিতে থাকা মাহবুব হাসান (২২) আহত হন। নিহত মোন্নাফ ফকির সিরাজগঞ্জের মান্নান ফকিরের ছেলে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Share this post

PinIt
scroll to top