ঢাকা থেকে বিপিএল চলে গেল সিলেট এ
দেশের তথ্য ডেস্ক: ঢাকা থেতে বিপিএল চলে গেল সিলেটে। আজ বুধ ও কাল বৃহস্পতিবার ২ দিনের বিরতি। এরপর ২৬ জানুয়ারী সিলেটে শুরু এবারের বিপিএলের দ্বিতীয় পর্ব। শুক্রবার যথারীতি দুটি ম্যাচ। প্রথমটি শুরু দুপুর ২টায়। মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচটি হবে সিলেট স্ট্রাইকার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যে। ঢাকায় ৪ দিনে ৮ টি খেলা হয়েছে। এবার ২ দিন বিরতি দিয়ে সিলেটে (২৬ জানুয়ারি থেকে ৩ মার্চ) ১২টি খেলা অনুষ্ঠিত হবে। ঢাকায় হওয়া প্রথম পর্বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর ফরচুন বরিশাল ছাড়া বাকি ৫ দল সমান ২টি করে ম্যাচ খেলেছে। সিলেটে সবচেয়ে বেশি, ৫টি ম্যাচ খেলবে মাশরাফির স্বাগতিক সিলেট। এছাড়া সাকিব ও সোহানের রংপুর রাইডার্স দ্বিতীয় সর্বাধিক ৪টি ম্যাচে অংশ নেবে। খুলনা টাইগার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ দলের প্রত্যেকে খেলবে সমান ৩টি করে ম্যাচ। ঢাকা পর্বে খেলা হলো রীতিমত তীব্র শৈত্য প্রবাহের মধ্যে। সূর্য্যের দেখা মিলেছে কালে-ভদ্রে। তীব্র শীত, কনকনে বাতাস আর সন্ধ্যা নামতেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে শেরে বাংলা ও চারপাশ। সঙ্গে প্রচুর শিশির। সব মিলিয়ে বৈরী আবহাওয়া ও প্রতিকূল পরিবেশ। সন্ধ্যার পর শিশির পড়ায় বল, উইকেট ও মাঠ ভিজে একাকার। তাতে বল স্কিড করে দিনের তুলনায় দ্রুত ব্যাটে এসেছে। ব্যাটারদের হাত খুলে খেলা সহজ হয়েছে। আর স্পিনারদের বল ধরতে হয়েছে সমস্যা। সে কারণেই ঢাকায় রাতের ম্যাচ গুলোয় রান উঠেছে। কিন্তু সুর্য্য না ওঠায় দিনের খেলাগুলোয় রান খরা ছিল প্রবল। এক কথায় হোম অফ ক্রিকেটে প্রথম ৪ দিন বিপিএল জমেনি তেমন। ব্যাট ও বলের লড়াই আকর্ষণীয় হয়নি তেমন। সবচেয়ে বড় কথা, প্রথম পর্বে কাগজে কলমের হিসেবের সাথে মাঠের হিসেব মেলেনি। কাগজে কলমের তিন সমৃদ্ধ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল ঢাকায় শক্তি ও সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। বরং কাগজে কলমে পিছিয়ে থাকা খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ভাল খেলে পয়েন্ট টেবিলের ওপরের দিকে জায়গা করে নিয়েছে। ঢাকায় দুই ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট টেবিলে সবার ওপরে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স। এক ম্যাচ বেশি খেলে একটিতে হার আর দুটিতে জিতে খুলনার সাথে যৌথভাবে সমান ৪ পয়েন্ট করে পেয়েছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তবে নেট রানরেটে চট্টগ্রামের (০.২৫০) অবস্থান খুলনার (০.৮৩২) পরেই। এছাড়া মাশরাফির সিলেট স্ট্রাইকার্স ছাড়া বাকি ৪ দল ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, দুর্দান্ত ঢাকা ও রংপুর রাইডার্স প্রত্যেকে সমান ২ খেলায় একটি করে ম্যাচ জিতেছে। পঞ্চ পান্ডবের তিন পান্ডব তামিম, মুশফিক ও রিয়াদ এবং মেহেদী হাসান মিরাজের গড়া ফরচুন বরিশাল জয় দিয়ে শুরু করেও পরপর ২ ম্যাচে যথাক্রমে খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে বড়সড় স্কোর (১৮৭ আর ১৬১ করে) গড়েও পারেনি. হেরে গেছে। একইভাবে লিটন দাস, মোস্তাফিজের কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরু ভাল হয়নি। প্রথমদিন মোসাদ্দেক, তাসকিন ও শরিফুলের দুর্দান্ত ঢাকার কাছে হার মানা চ্যাম্পিয়নরা গতকাল মঙ্গলবার রাতে বরিশালকে হারিয়ে পেয়েছে প্রথম জয়ের দেখা। একইভাবে সোহান-সাকিব দু’জন খেলার পরও ফরচুন বরিশালের কাছে হার দিয়ে আসর শুরু করেছিল রংপুর। সাকিব চোখের চিকিৎসায় রংপুর চলে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে এসে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে পেয়েছে প্রথম জয়।এখন দেখার বিষয় সিলেটের চালচিত্র কী দাঁড়ায়? ঢাকা নিজ নিজ দলের হয়ে একটি ম্যাচ খেলা দুই পাকিস্তানী তারকা বাবর আজম আর মোহম্মদ রিজওয়ান। সিলেট পর্বের পুরোটা থাকবেন এ দুই নামী তারকা। বাবর রংপুরের হয়ে প্রথম দিন মাঠে নেমে দল জিতিয়েছেন। রিজওয়ান রান না পেলেও দল জিতেছে।