কেএমপি কমিশনারের সাথে তাবলীগ নেতাদের সাক্ষাত

421765077_686955923612046_1813057017398775705_n.jpg

কেএমপি কমিশনারের সাথে তাবলীগ নেতাদের সাক্ষাত

দেশের তথ্য ডেস্ক: ২৪ জানুয়ারি বুধবার বিকাল  ঘটিকার সময় কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. ইব্রাহিম সালেহ এর নেতৃত্বে তাবলিগ জামায়াতের একটি প্রতিনিধি দল খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎকালে আগত প্রতিনিধি দল পুলিশ কমিশনার মহোদয়ের সাথে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলি নিয়ে আলোচনা করেন। ফেব্রুয়ারি মাসের ০৯, ১০ ও ১১ তারিখ অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে খুলনা মহানগরীর হতে প্রতিনিধি প্রেরণ এবং ফেব্রুয়ারি মাসের ২৯ তারিখসহ ১ ও ২ মার্চ অনুষ্ঠিতব্য খুলনা জেলা ইজতেমায় আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে পুলিশ কমিশনার মহোদয়ের সহযোগিতা কামনা করেন। পুলিশ কমিশনার মহোদয় আগত প্রতিনিধি দলকে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে খুলনা জেলার ইজতেমায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এডমিন এন্ড অপারেশন) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ আব্দুল আজিজ; খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ গোলাম হোসাইন; খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাম্মদ বশির আহম্মেদ এবং তাবলীগ মার্কাজ মসজিদ, খুলনার মাওলানা মুহাম্মদউল্লাহ উপস্থিত ছিলেন ।

Share this post

PinIt
scroll to top