খুলনায় তাপমাত্রা বেড়ে ১৩.৫, আজও বন্ধ থাকবে স্কুল

-বিদ্যালয়.jpg

খুলনায় তাপমাত্রা বেড়ে ১৩.৫, আজও বন্ধ থাকবে স্কুল

খুলনায় একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রী বেড়েছে। আজ বুধবার ভোরে খুলনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস। তবে আজও বিদ্যালয় বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার খুলনার সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় খুলনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, মঙ্গলবার সকাল ৯টায় খুলনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার সকালে তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে দাড়িয়েছে ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস।বিদ্যালয় চালুর বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম জানান, তাপমাত্রা বাড়লেও উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এজন্য  আজ ও কাল খুলনার প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

Share this post

PinIt
scroll to top