শিক্ষা, গবেষণা ও ক্রীড়া ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে খুবি : উপাচার্য
দেশের তথ্য ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৪ শুরু হয়েছে। আজ ২২ জানুয়ারি (সোমবার) সকাল ৯.৪৫ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণা ও ক্রীড়া ক্ষেত্রে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে শিক্ষার্থীদের ডেডিকেশন অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব। আমাদের যে চাহিদা রয়েছে, তার সাথে যোগানেরও ব্যাপার রয়েছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে আমরা অনেক দিকে ভালো করছি। বিশ্ববিদ্যালয়ে ভৌত অবকাঠামোর ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। কেন্দ্রীয় খেলার মাঠের কন্ডিশন নিয়েও কাজ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে এটি অন্তর্ভুক্ত রয়েছে।
উপাচার্য বলেন, খেলার মাঠে শৃঙ্খলা ধরে রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্রিকেটে ফেয়ার প্লে অত্যন্ত জরুরি। যেকোনো পরিস্থিতিতে খেলার পরিবেশ যেন নষ্ট না হয় এবং খেলা যাতে উপভোগ্য হয় সে বিষয়ে সকলের নজর রাখতে হবে। খেলায় প্রতিটি খেলোয়াড়ের প্রতিযোগিতামূলক আচরণের পাশাপাশি খেলোয়াড় সুলভ আচরণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য ক্রীড়া ইভেন্টগুলো যথাযথ সময়ে আয়োজন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে তিনি খেলাধুলার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরকে আহ্বান জানান। পরে উদ্বোধনী ম্যাচের শুরুতে উপাচার্য ব্যাটিং করে খেলার শুভ সূচনা করেন। এর আগে তিনি খেলার মাঠে নতুন সংযোজিত ডিজিটাল স্কোর বোর্ডের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এসময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনকে ১৫ রানে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন পরিসংখ্যান ডিসিপ্লিন। এছাড়া দিনের অন্যান্য খেলায় ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন ৮৩ রানে ভাস্কর্য ডিসিপ্লিনকে এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিন ২৪ রানে ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনকে পরাজিত করে।