হাড়কাঁপানো শীতের মাঝে ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি

InShot_20240118_132454398-scaled.jpg

হাড়কাঁপানো শীতের মাঝে ভোলায় গুড়ি গুড়ি বৃষ্টি

মোঃ বাবুল রানা, ভোলা প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণাঞ্চলেলে অবস্থিত দ্বীপ জেলা ভোলায় হাড়কাপানো ঠাণ্ডার মধ্যেই বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশে হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। ভোলার আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশা, আকাশ মেঘাচ্ছন্ন এবং ঠাণ্ডা বাতাস আরো ২-৩ দিন অব্যাহত থাকবে।

ভোলার বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায়, প্রচণ্ড শীতে মানুষদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীরা বেশি বিপাকে পড়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

ভোলার পৌর শহরের কলেজ শিক্ষার্থী জানান, তীব্র শীত আর এরমধ্যে আজ সকালে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে তীব্র শীত এবং বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে যেতে হচ্ছে।

ভোলা আবহাওয়া অফিসের মো: মনিরুজ্জামান ( ভারপ্রাপ্ত কর্মকর্তা) জানান, আজ বৃহস্পতিবার সকালে ভোলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এই অবস্থা সামনের আরো ২-৩ দিন অব্যাহত থাকতে পারে।

ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো.মনিরুল ইসলাম জানান, ঠাণ্ডার কারণে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেড়েছে। শিশু ও বয়স্কদের জ্বর, কাশি, বুকে ব্যথাসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এই ধরনের আবহাওয়ায় শিশু ও বয়স্কদের গরম খাবার ও গরম পোশাক পরিধান এবং ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share this post

PinIt
scroll to top