৫ বিভাগে বৃষ্টির আভাস, আরও কমতে পারে তাপমাত্রা

winter-rain.jpg
৫ বিভাগে বৃষ্টির আভাস, আরও কমতে পারে তাপমাত্রা

দেশের তথ্য ডেস্ক:  বেশ কিছুদিন ধরে দেশজুড়ে তীব্র শীতের অনুভূতি, তবে তা থেকে সহসাই মুক্তি মিলছে না। আগামী কয়েক দিনও রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে খুলনা অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার পাঁচ বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি থাকতে পারে শুক্রবারও।বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনায় ৪ মিলিমিটার ও চুয়াডাঙ্গায় সামান্য বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।পুরো রংপুর বিভাগসহ আরও দুই জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে শুক্রবারের পর ঘন কুয়াশা পরিস্থিতির উন্নতি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।ঢাকায় শীত আরও বেড়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ১ ডিগ্রি থেকে কমে হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকায় ঘন কুয়াশার সঙ্গে লড়াইয়ে রোদের আধিপত্য বাড়ছে।বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।এ সময়ে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানান বজলুর রশিদ।শুক্রবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

Share this post

PinIt
scroll to top