খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রোপচার করায় দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

sk-khl-17012024-02.jpg
খুলনায় অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রোপচার করায় দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক : খুলনায় চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রোপচার করায় দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। র‌্যাবের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। প্রতিষ্ঠান দু’টি হচ্ছে ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। বুধবার র‌্যাব-৬ এর পরিচালক লেঃ কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কেএমপির হরিণটানা থানাধীন মোহাম্মাদনগর এলাকায় ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম, অনুমোদনবিহীন ল্যাব পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রোপচার পরিচালনা করে আসছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি সহকারী কমিশনার স্থানীয় সরকার শাখা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহযোগিতায় মোহাম্মাদনগর গল­ামারী এলাকায় ছফুরা ক্লিনিক ও মোহাম্মাদনগর হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় ছফুরা ক্লিনিকের মালিক মোঃ জিয়াউর রহমানকে (৩৩) চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক এক লাখ টাকা এবং মোহাম্মাদনগর হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিসেস নুরুননাহারকে (৪১) পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তি তাৎক্ষণিক প্রদান করায় সরকারি কোষাগারে জমা করা হয়েছে। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল­াহ বলেন, নগরের গল­ামারী এলাকায় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ছফুরা ক্লিনিকের মালিক মোঃ জিয়াউর রহমানকে চিকিৎসা ব্যবস্থাপনায় অনিয়ম করায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মোহাম্মাদনগর হসপিটাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক মিসেস নুরুননাহারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তারা জরিমানার অর্থ তাৎক্ষণিক জমা দেন। এসব অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। এ সময় খুলনা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা ঊষাসহ র‌্যাব-৬ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top