যশোরের বেনাপোল এলাকা হতে ৭০০ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

InShot_20240116_163825317.jpg

যশোরের বেনাপোল এলাকা হতে ৭০০ বোতল ফেনসিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

দেশের তথ্য ডেস্ক: র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গত ১৫ জানুয়ারি ২০২৪ তারিখ দুপরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রাপ্ত হয়ে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ০৫ নং পুটখালী ইউনিয়ন এর পুটখালী গ্রামের জনৈক আহসানুর রহমান এর আমবাগানের উত্তর পার্শ্বে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষে উক্ত আভিযানিক দলটি গত ১৫ জানুয়ারি ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৫.১৫ ঘটিকার সময় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করে | গ্রেফতারকৃত আসামিরা হলো বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের উত্তরপাড়া এলাকার মোঃ আব্দুল মালেক ও মোসাম্মাৎ শাহানারা খাতুনের ছেলে মোহাম্মদ নয়ন এবং একই এলাকার মোঃ হাবিবুর রহমান ও মোসাম্মৎ হামিদা খাতুন এর ছেলে মুহাম্মদ বিল্লাল হোসেন | এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জনৈক আহসানুর রহমান এর আমবাগানের উত্তর পার্শ্বে ইছামতী নদীর দক্ষিণ পাড় হতে ০৪ টি বস্তায় বিশেষ ভাবে রক্ষিত ৭০০ (সাতশত) বোতল ফেন্সিডিল এবং গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে প্রাপ্ত মাদক বিক্রয়ের নগদ ২৯,৫০০/- (উনত্রিশ হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় সল্প মূল্যে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় করে যশোর সহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ নয়ন হোসেন (২৫) এর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইনে ০১ টি মামলা চলমান রয়েছে এবং গ্রেফতারকৃত ২নং আসামী মোঃ বিল্লাল হোসেন (২১) এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১ টি মামলা চলমান রয়েছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে যশোর জেলার বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top