কেএমপি অভিযানে ৮৭ কেজি তার উদ্ধার, গ্রেফতার ৭

kmp-atok.jpg

কেএমপি অভিযানে ৮৭ কেজি তার উদ্ধার, গ্রেফতার ৭

দেশের তথ্য ডেস্ক: মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের নির্দেশনা ও খালিশপুর থানার অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি বিশেষ টিম সোমবার (১৫ জানুয়ারি) ভোর ৫টায় খালিশপুর থানাধীন পুরাতন যশোর রোডস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান পরিচালনা করে ৮৭ কেজির ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া তামার তারসহ ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করেন খালিশপুর থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে খালিশপুর থানাধীন পুরাতন যশোর রোডস্থ আপ্যায়ন কমিউনিটি সেন্টারের উত্তর পাশে রেজার ভাংগারির দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ক্যাবল যুক্ত ও ক্যাবল ছাড়া তামার তারসহ একতারে জরো হয়েছে ৭ জন। তাৎক্ষণিক পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো, ১নং নেভী গেট দিঘীর পাড়ার আফতাব উদ্দিনের পুত্র শামিম উদ্দিন(৪৫), নেভী চেকপোস্ট এর বিপরীতে রেলওয়ে বস্তির আলমগীর হোসেনের পুত্র গোলাম রসূল(২২), উত্তর কাশিপুর কবরখানা রোডের মৃত হাসান শেখের পুত্র মোঃ সোহেল শেখ(২৪), প্লাটিনাম টিএনটি রোড এলাকার পিতা- মৃত বারেক হাওলাদারের পুত্র মোঃ সজল হাওলাদার(১৮), আলমনগর, রেল লাইনের ইউনুস হাওলাদারের পুত্র মোঃ ইমন হাওলাদার(২৪), মুজগুন্নি আবাসিক ১ নং রোডের মৃত আবুল কাদেরের পুত্র মোঃ শফিকুল ইসলাম (২৫), চিত্রালী কবরখানা রোড, রেললাইনের শামসুল হকের পুত্র মোঃ সজীব হক(২৫)।

এ সংক্রান্তে বর্ণিত আসামীর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-১০, তাং-১৫/০১/২০৪ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top