কেএমপি’ কমিশনারের সাথে আযম খান কমার্স কলেজের অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ 

FB_IMG_1705231485557.jpg

কেএমপি’ কমিশনারের সাথে আযম খান কমার্স কলেজের অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ 

 নিজস্ব প্রতিবেদক :- গতকাল সকালে কেএমপি’র সদর দপ্তরস্থ পুলিশ কমিশনারের কার্যালয়ে কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়ের সহিত আযম খান কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মণ্ডলসহ ৫ সদস্যের একটি প্রতিনিধি দল একান্ত সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক মহোদয় আযম খান কমার্স কলেজের আগত প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময়ে উভয়ের মধ্যে সৌজন্যতার বহিঃপ্রকাশসহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে শিক্ষকদের মানবিক মূল্যবোধ চর্চার গুরুত্ব তুলে ধরা হয়। উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে আযম খান কমার্স কলেজের মার্কেটিং বিভাগের প্রধান তারক চাঁদ ঢালী তার রচিত কবিতা সংগ্রহ “দৈবকণ্ঠস্বর” বইটি কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়কে সৌজন্য উপহার হিসেবে প্রদান করেন। উক্ত সৌজন্য সাক্ষাৎকালে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, উপাধ্যক্ষ প্রফেসর ড.গাজী মনিবুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর শেখ রেজাউল করিম, মার্কেটিংয়ের বিভাগীয় প্রধান তারক চাঁদ ঢালী,এবং প্রভাষক মোঃ রবিউল ইসলাম এ সময়ে উপস্থিত ছিলেন।

Share this post

PinIt
scroll to top