চাঁদা না দেওয়ায় স্বামী স্ত্রীকে মারপিট ও শ্লীলতাহানির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:- নগরের লবণচড়া থানা এলাকায় স্বামী ও স্ত্রীকে মারপিট ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে। ঘটনার এজহার সূত্রে জানা যায়, আসামি সরোয়ার হোসেন (৪৭) বাগেরহাট জেলার শরণখোলা থানার নলবুনিয়া গ্রামের মৃত লাল মিয়া হাওলাদার ও মৃত মনোয়ারা বেগমের ছেলে এবং আসামি মোঃ সাইদুর রহমান (৫৫) পিতা:- অজ্ঞাত সোনাডাঙ্গা নিবাসী। আসামি দয় গত ২৩/৯/২০২৩ তারিখ সকাল সাড়ে ১১ টার সময় মোহাম্মদ আবুল কালাম আজাদ এর লবণচড়া থানাধীন দক্ষিণ হরিনটানা এলাকার বাড়িতে প্রবেশ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ সময় সেখানে মোঃ আবুল কালাম আজাদ এর স্ত্রী শারমিন আক্তার (৪৫)সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তীতে চাদার টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামি দয়ে মোঃ আবুল কালাম আজাদ এর বসতবাড়ির কিছু অংশ জবর দখল করে এবং এর কয়েকদিন পর অজ্ঞাত ৭-৮ জন জনৈক সন্ত্রাসীদের কে সাথে নিয়ে আসামি মোহাম্মদ সরোয়ার হোসেন এবং আসামি সাইদুর রহমান ০৪/০১/২০২৪ তারিখ সকাল আনুমানিক ৭টা নাগাদ ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদ (৫০) এর লবণচড়া থানাধীন হরিণটানা মৌজা দিন জে এল নং ৮৯ দক্ষিণ হরিণ টানার বসতভিটা যার এস এ খতিয়ান নং ১২৪ এস এ দাগ নং এক ১৪১ বি আর এস খতিয়ান নং ৪৭ বিআরএস দাগ নং ৫৮৮ এর ভেতরে অবৈধভাবে প্রবেশ করে এবং তার জমিতে থাকা ঘর বাড়ি ভেঙে ও গাছপালা কেটে আনুমানিক ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং তার বাউন্ডারি যুক্ত শব্দটার মধ্যে উত্তর পাশে পাকা ইটের রাস্তা তৈরি করে তার জায়গার জবরদখলের অপচেষ্টা করলে তিনি এবং তার স্ত্রী উক্ত ঘটনায় বাধা প্রদান করলে তাকে এবং তার স্ত্রীকে মারধর করা হয় এবং তার স্ত্রীকে শ্লীলতাহানি করা হয়। উক্ত ঘটনার সময় ঘটনা স্থলে ভুক্তভোগীর প্রতিবেশী সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিল বলে জানা যায়। উক্ত বিষয়কে কেন্দ্র করে লবণচরা থানায় ধারা ৩২৩/৩৮৬/৪৪৭/৪২৭/৩৫৪/৫০৬ পেনাল কোড ১৮৬০ উল্লেখ করে মামলা দায়ের করা হয়। মামলা নং ১০ ।