খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেএমপি’র কমিশনার

kmp-gazi-meddical.jpg
খুলনা মহানগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেএমপি’র কমিশনার
দেশের তথ্য ডেস্ক: আজ ১১ জানুয়ারি ২০২৪ খ্রিঃ, ২৭ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ, বৃহস্পতিবার সকাল ০৯:৩০ ঘটিকায় খুলনা মহানগরীর সোনাডঙ্গা মডেল থানাধীন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য সেবায় ৩৬ বছর পূর্তি উপলক্ষ্যে কেক কাটা, শান্তির পায়রা উড্ডয়ন এবং এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের পক্ষ থেকে ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুস্থ-অসহায় ও গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং পিঠা উৎসবের আয়োজন করা হয়। কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ গাজী মিজানুর রহমান; গাজী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ বঙ্গকমল বসু; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম; খুলনা প্রেস ক্লাবের সভাপতি জনাব এস.এম নজরুল ইসলাম; সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ওয়াহিদুজ্জামান-সহ গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, নার্স এবং হাসপাতাল সংশ্লিষ্ঠ বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ।

Share this post

PinIt
scroll to top