প্রধানমন্ত্রী’র উপহার মো. রশীদুজ্জামান এর নৌকায় ভোট দিন; এসএম কামাল হোসেন
শাহরিয়ার কবির,পাইকগাছা প্রতিনিধি: খুলনার পাইকগাছায় কেন্দ্রীয় আ’লীগ নেতা এসএম কামাল হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট ও সমৃদ্ধ দেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ খুলনা-৬ আসনে একজন সৎ যোগ্য ও আদর্শ্যবান তৃনমূল নেতা মোঃ রশীদুজ্জামানের নৌকা প্রতিক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই আজ শেখ হাসিনা’ ও তার ভাই শেখ হেলাল উদ্দীন-এমপি’র প্রতিনিধি হয়ে পাইকগাছা-কয়রায় পৌছে নৌকা প্রতিকে ভোট চাইতে এসেছি। বুধবার বিকেলে পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে উপজেলা আ’ লীগ আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে বলে তলা বিহিন ঝুড়ির খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। করোনা পরিস্থিতি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পৃথিবীতে অর্থনৈতিক সংকটের পরেও দেশে ১কোটি মানুষ টিসিবি’র খাদ্য পন্ন পাচ্ছে, ৫০ লাখ আশ্রয়হীন গরীব মানুষ জমি-ঘর পেয়েছে, শিক্ষার্থীদের জন্য নতূন বছরে বই উপহার,৫৬ প্রকারের বিভিন্ন ভাতা সরবরাহ অব্যাহত রেখেছে সরকার। দেশী বিদেশী ষড়যন্ত্রের কথা উল্লেখ করে এসএম কামাল হোসেন জানান,বিএনপি-জামায়াত নির্বাচন বর্জন করে অতিতের মতো দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁযতারা করছে। বিদেশে বসে সাজাপ্রাপ্ত আসামী তারেক জিয়া এসব ষড়যন্ত্রের মদদ যোগাচ্ছে। কিন্তু এ ষড়যন্ত্র কখনো সফল হবেনা। উৎসব মুখর পরিবেশে ভোট সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। তিনি দলীয় নেতৃবৃন্দসহ সকল স্তরের নেতা-কর্মীদের নৌকা প্রতিকে ভোট প্রার্থনার আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন দল মনোনীত নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামান। উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শেখ মনিরুল ইসলাম, অধ্যাপক ডাঃ মোহঃ শেখ শহীদ উল্লাহ,খায়রুল আলম,শেখ আনিছুর রহমান মুক্ত,কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি,এম মহসীন রেজা,সাধারন সম্পাদক নিশিথ রঞ্জন মিস্ত্রী,জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম, নাহার আক্তার,আঃ আল মামুন লাভলু,আ’লীগ সহসভাপতি সমীরন সাধু,ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আঃ মান্নান গাজী, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম,আরিফুজ্জামান তুহিন,নূরুল ইসলাম কোম্পানি এসএম বাহারুল আলম, অছের আলী, আঃ সামাদ গাজী, শাহনেওয়াজ শিকারী,সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আঃ মজিদ গোলদার, আমীর আলী গাইন,রুহুল আমিন বিশ্বাস,মনছুর আলী গাজীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক,মহিলা আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দ।